কামরুল হাসান মামুন: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের কিছু কর্মীর দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা অন্য অনেক ঘটনার মত ভয় কিংবা সমঝোতাতে হয়ত ধামাচাপাই পড়ে যেতো। কিন্তু ছাত্রলীগের সাবেক নেতা মিহিত গুহ চৌধুরী বাবলার সাহসী ভূমিকাতেই বিষয়টি আলোর মুখ দেখে, ভেস্তে যায় সমঝোতা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তার কারণেই শনাক্ত হয় অপরাধীরা এবং পর্যায়ক্রমে সব আসামিই গ্রেপ্তার হয়।
মিহিত গুহ চৌধুরী বাবলা তোমাকে স্যালুট! তোমার মত মানুষ যেন multiplied হয়ে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় জন্মায়। একই সাথে সরকারের কাছে দাবি ওর যেন সম্পূর্ণ নিরাপত্তা বিধান করা হয়। ফেসবুক থেকে