স্পোর্টস ডেস্ক : [২] ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। ক্লে-কোর্টের এই গ্র্যান্ড ¯ø্যাম আসরটির তিনবারের চ্যাম্পিয়ন অ্যাকিলিস ইনজুরিতে ভুগছেন।
[৩] বুধবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার কথা ছিল ৩৯ বছর বয়সী এই তারকার। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন বুলগেরিয়ার সেভেতনা প্রিঙ্কোভা।
[৪] চোটের কারণে সরে দাঁড়ানোর ফলে নারী এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাস শিরোপা জয়ে আরও অপেক্ষা করতে হবে সেরেনাকে। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে এখনও শীর্ষে রয়েছেন কিংবদন্তি মার্গারেট কোর্ট। সেরেনা জিতেছেন ২৩টি।
- বাংলানিউজ