অনলাইন ডেস্ক: যে ঘটনাকে সূত্রহীন বলে আসামি গ্রেফতার করেছিল পুলিশ, সেই ঘটনায় মারা যাওয়া ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানার পর ঘটনার ব্যাখা দিতে কথিত মৃত ব্যক্তিসহ দুই আসামিকে হাজির হতে বলেছেন হাইকোর্ট।বাংলাদেশ প্রতিদিন
চট্টগ্রাম মহানগর পুলিশ ২০১৯ সালের ২৬ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে, সূত্রহীন একটা মামলার রহস্য উদঘাটন করেছে তারা। গাঁজা খাওয়াকে কেন্দ্র করে জীবন ও দুর্জয় নামক দুই কিশোর পুড়িয়ে হত্যা করে দীলিপ নামে এক কিশোরকে। এ ঘটনায় আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় জীবন।
তবে মঙ্গলবার হাইকোর্টে জামিন নিতে আসা জীবন জানান, যেই দীলিপকে পুড়িয়ে মারার ঘটনা দেখানো হয়েছে, সে জীবিত উদ্ধার হয়েছে।
এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ। কেন এমন হলো, সব নথি নিয়ে আগামী ২২ অক্টোবর কথিত মৃত ব্যক্তি ও কারাগারে থাকা দুই ব্যক্তিকে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। সেই সাথে বিচারক কীভাবে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলেন তা নিয়েও প্রশ্ন তুলেন আদালত।
সূত্র : চ্যানেল২৪