মহসীন কবির: [২] সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ মামলায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজও আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। ডিবিসি ও সময় টিভি
[৩] এর আগে, সোমবার আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে ৫ দিনের রিমান্ড দেন আদালত। এদিকে মামলার আরেক আসামি মাহফুজকে রাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এ মামলায় ৭ জন গ্রেপ্তার হলো। এখনো পলাতক দুই আসামি। শুক্রবার রাত ১০টার দিকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে আসামি করে মামলা করা হয়।