মাসুদ রানা: নাগার্নো-কারাবাখ, আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে আবার যুদ্ধ!
মাসুদ রানা: নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আবার যুদ্ধ শুরু! রাশিয়া-সহ সকল বিশ্বশক্তিই যুদ্ধবিরতির আহবান জানিয়েছে, কিন্তু তুরস্ক জানিয়েছে তারা আজারবাইজানের সমর্থনে দাঁড়াবে।
নাগার্নো-কারাবাখ নিয়ে সোভিয়েত আমল থেকেই প্রাক্তন দুই সোভিয়েত রিপাবলিক আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সাংঘাত চলছে। বস্তুতঃ নাগার্নো-কারাবাখের ওপর মালিকানা দাবী করছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে এই সংঘর্ষ চলছে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুদ্ধে রূপ নেয় ১৯৯১ সালে এবং ১৯৯৪ যুদ্ধবিরতি সাক্ষরিত।
আন্তর্জাতিক আইন অনুসারে নাগার্নো-কারাবাখ আজারবাইনের অংশ হলেও সেখানে আর্মেনীয় জাতির লোক সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে তারা আজারবাইজানের শাসন মানতে রাজী নয় বলে স্বাধীন আর্তসাখ রিপালিক ঘোষণা করে স্বশাসন চালাচ্ছে, যদিও তারা এখনও পর্যন্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে কারও স্বীকৃতি পায়নি। ফেসবুক থেকে