শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকেই সুয়ারেসের জোড়া গোল, বড় জয়ে শুরু অ্যাতলেটিকোর

 

ডেস্ক রিপোর্ট : ওয়ান্দা মেত্রোপোলিতানোতে প্রথমদিন পা রেখে লুইস সুয়ারেস জানিয়ে দিয়েছিলেন, অ্যাতলেটিকো মাদ্রিদে বড় লক্ষ্য নিয়ে এগোতে চান তিনি। ক্লাবকে আরও শিরোপা এনে দেওয়ার যে অঙ্গীকার উরুগুইয়ান ফরোয়ার্ড করেছেন, অভিষেক ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেলো।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের ইতি টেনে অ্যাতলেটিকোতে এলেও অল্প সময়ের মধ্যেই সেই পুরনো সুয়ারেসের ঝলকানি দেখা দেখা গেলো ম্যাচে। কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই কোচ দিয়েগো সিমিওনের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থ মার্কোস লরেন্তেকে দিয়ে করিয়েছেন দলের চতুর্থ গোলটি।

লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে অ্যাতলেটিকোও পেয়েছে বড় জয়। নিজেদের মাঠে সিমিওনের দল সুয়ারেসের জোড়া গোলে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গ্রানাদাকে।

ম্যাচের ৯ম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন দিয়েগো কস্তা। এরপর বিরতি থেকে ফিরে ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল কোরেয়রা। ৬৫তম মিনিটে হোয়াও ফেলিক্সের গোল ব্যবধান দাঁড়ায় ৩-০।

৭০তম মিনিটে কস্তার বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেস। এর দুই মিনিট পরেই লরেন্তেকে দিয়ে গোল করান ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। জার্সি পাল্টালেও যে তার ধার কমেনি তার প্রমাণ তিনি দিয়েছেন ৮৫তম মিনিটে। লরেন্তের পাস থেকে অ্যাতলেটিকোর জার্সিতে প্রথম গোলটি করেন তিনি।

তবে এর দুই মিনিট পর একটি গোল শোধ করে দিয়েগো মার্তিনেজের দল। এরপর আবারও স্পটলাইট কেড়ে নেন সুয়ারেস। যোগ করা তৃতীয় মিনিটে গ্রানাদার জালে শেষ বলটি জড়িয়ে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড।
সূত্র- বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়