শিরোনাম
◈ নুরকে দল থেকে সাময়িক অব্যাহতির বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল ◈ দুই বছর পর সন্ধান মিলল বরগুনার ১৭ নিখোঁজ জেলের, ভারতের গুজরাটের কারাগারে বন্দি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি? ◈ বাংলা‌দেশ নি‌য়ে বি‌সি‌সিআই আর মন্তব‌্য কর‌বে না, কথা বল‌বে আই‌সি‌সি: সচিব দেবজিৎ শইকীয়া ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা, যেভাবে লুকানো ছিল গোপন ডিভাইস, আটক দেড় শতাধিক (ভিডিও) ◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকেই সুয়ারেসের জোড়া গোল, বড় জয়ে শুরু অ্যাতলেটিকোর

 

ডেস্ক রিপোর্ট : ওয়ান্দা মেত্রোপোলিতানোতে প্রথমদিন পা রেখে লুইস সুয়ারেস জানিয়ে দিয়েছিলেন, অ্যাতলেটিকো মাদ্রিদে বড় লক্ষ্য নিয়ে এগোতে চান তিনি। ক্লাবকে আরও শিরোপা এনে দেওয়ার যে অঙ্গীকার উরুগুইয়ান ফরোয়ার্ড করেছেন, অভিষেক ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেলো।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের ইতি টেনে অ্যাতলেটিকোতে এলেও অল্প সময়ের মধ্যেই সেই পুরনো সুয়ারেসের ঝলকানি দেখা দেখা গেলো ম্যাচে। কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই কোচ দিয়েগো সিমিওনের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থ মার্কোস লরেন্তেকে দিয়ে করিয়েছেন দলের চতুর্থ গোলটি।

লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে অ্যাতলেটিকোও পেয়েছে বড় জয়। নিজেদের মাঠে সিমিওনের দল সুয়ারেসের জোড়া গোলে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গ্রানাদাকে।

ম্যাচের ৯ম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন দিয়েগো কস্তা। এরপর বিরতি থেকে ফিরে ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল কোরেয়রা। ৬৫তম মিনিটে হোয়াও ফেলিক্সের গোল ব্যবধান দাঁড়ায় ৩-০।

৭০তম মিনিটে কস্তার বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেস। এর দুই মিনিট পরেই লরেন্তেকে দিয়ে গোল করান ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। জার্সি পাল্টালেও যে তার ধার কমেনি তার প্রমাণ তিনি দিয়েছেন ৮৫তম মিনিটে। লরেন্তের পাস থেকে অ্যাতলেটিকোর জার্সিতে প্রথম গোলটি করেন তিনি।

তবে এর দুই মিনিট পর একটি গোল শোধ করে দিয়েগো মার্তিনেজের দল। এরপর আবারও স্পটলাইট কেড়ে নেন সুয়ারেস। যোগ করা তৃতীয় মিনিটে গ্রানাদার জালে শেষ বলটি জড়িয়ে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড।
সূত্র- বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়