শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন গোলে পিছিয়ে থেকে ড্র করলো চেলসি

স্পোর্টস ডেস্ক : [২] প্রথমে তিন গোলে পিছিয়ে পড়ে পওে তিন গোল পরিশোধ করা যেনো অবিশ্বাস্য। আরো মিনিট দশেক সময় পেলে হয়তো ম্যাচও জিততে পারতো চেলসি। খেলা শুরুর ২৭ মিনিটেই তিন গোল হজম করে চেলসি। তবে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।

[৩] শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র নিয়ে ফিরেছে সাবেক চ্যাম্পিয়নরা। দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ওঠে আসা ওয়েস্ট ব্রমউইচ এদিন এগিয়ে যায় ম্যাচের ৪ মিনিটেই। ক্যালাম রবিনসন এগিয়ে দেন দলকে। ২৫ মিনিটে তার পায়েই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ২৭ মিনিটে কাইল বার্টলে স্কোরলাইন ৩-০ করেন।

[৪] তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় চেলসি। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ম্যাসন মাউন্ট। ৭০ মিনিটে ব্যবধান আরো কমান ক্যালাম হাডসন-ওডোই। আর যোগ করা সময়ে স্পট কিক থেকে ট্যামি আব্রাহাম গোল করলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে চেলসি।

[৫] পুরো ম্যাচের বিশ্লেষণ বলছে, বল দখলের লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ছিল চেলসি। ৭৬ শতাংশ বল দখলে রেখে খেলা দলটি গোলমুখে অন টার্গেট শট নিয়েছে ১০টি।

[৬] ড্রয়ের ফলে ৩ ম্যাচে ১টি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চেলসি। ওয়েস্ট ব্রমউইচ অবশ্য তৃতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্টের দেখা পেল।ঘুরে দাঁড়িয়ে চেলসির অবিশ্বাস্য ড্র - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়