শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্নাহর দুই শর্টফিল্ম অ্যামাজান প্রাইমে

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘অ্যামাজান প্রাইম’-এ প্রকাশ হতে যাচ্ছে ছোটপর্দার নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর দুই শর্টফিল্ম। বান্নাহ জানান, প্রথমে ইউএসএ এবং ইউকের দর্শকদের জন্য অ্যামাজন প্রাইমে রিলিজ হবে শর্ট ফিল্ম দুটি। এর কয়েকদিনের মধ্যে বিশ্বের অন্য দেশ গুলোর জন্যও রিলিজ হবে শর্টফিল্ম দুটি। একটির নাম ‘ম্যাডবয়-রিলঞ্চড’, অন্যটি হচ্ছে ‘আমার অপরাধ কী’?

একটি শর্টফিল্ম বান্নাহ পরিচালনা করলেও তৌহিদ আশরাফের পরিচালনায় অন্যটিতে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। জানালেন, ইংরেজি সাবটাইটেলে তার এ দুটি শর্টফিল্ম ১ অক্টোবর থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে। এর আগে দেশের প্রথম ভার্টিকাল ড্রামা হিসেবে ‘ম্যাড বয়’ -এর তিন কিস্তিতে অভিনয় করেছিলেন বান্নাহ। তবে ওই কাজগুলো সিরিয়াস অভিনেতা হিসেবে করেননি।

বান্নাহ ছাড়াও এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, তানজিম অনিক প্রমুখ। বান্নাহ বলেন, ‘ম্যাড বয়’ এ ফান এবং সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধনের বার্তা থাকবে। তবে কোনো প্রেম নেই।
এদিকে, গেলো ঈদে নাটক হিসেবে ইউটিউবে প্রকাশ পায় বান্নাহর নির্দেশনায় ‘আমার অপরাধ কী’। নাটক হিসেবে ইউটিউবে উন্মুক্ত করা হলেও অ্যামাজান প্রাইমে যাবে শর্টফিল্ম হিসেবে। নির্মাতা বলেন, শর্টফিল্ম নয়, দর্শক ইউটিউবে নাটক লিখে সার্চ করে। সেজন্য নাটক নামেই উন্মুক্ত করা হয়েছিল। তবে একজন নির্মাতার ‘পয়েন্ট অব ভিউ’ এটি নাটক নয়। এটির ব্যাপ্তী নাটকের মতো নয়। ফখরুল রিয়ার সহযোগিতায় গল্প পরিবর্তন করে পুনরায় সম্পাদনা করে এর মধ্যে বেশ কিছু পরিবর্তন করে শর্টফিল্ম হিসেবে মুক্তি দিচ্ছি।

বান্নাহ বলেন, শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে সীমাবদ্ধ নয়, বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার কনটেন্টগুলো বিশ্বের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে পাওয়া যাবে। বিশ্ববিখ্যাত অ্যামাজন প্রাইম দিয়েই ওটিটিতে কাজ শুরু করলাম।

‘ম্যাড বয়- রিলঞ্চড’ বিগ বি এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ১ অক্টোবর মুক্তি পাবে এবং “আমার অপরাধ কী?” এর একটি ভার্সন লুমিনো পিকচার্স এর ইউটিউব চ্যানেলে বর্তমানে দেখা যাচ্ছে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়