সমীরণ রায় : [২] বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, মহামারি-দুর্যোগের মধ্যে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে উৎপাদনের চাকা সচল রাখলেও তারাই সবচেয়ে অবহেলা আর বঞ্চনার শিকার। মালিকপক্ষ ও সরকার কেউই তাদেরকে প্রাপ্য অধিকার ও মর্যাদা দেয়নি।
[৩] তিনি বলেন, সরকার মালিকদের নিয়ে যত চিন্তা করে শ্রমিকদের নিয়ে তার কিছুই করে না। করোনা দুর্যোগকালীন সময়েও সরকার শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে মালিকদের পাশে দাঁড়িয়েছে। শ্রমিকদেরকে প্রণোদনা না দিয়ে সরকার মালিকদেরকে প্রণোদনা দিয়েছে, যার সুফল শ্রমিকরা পায়নি।
[৪] শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব