শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরী জাহানারা: সিরিয়া আরেক বাংলাদেশ হয়েই যেন আমার সামনে এসে দাঁড়ায়

নুরী জাহানারা: নিজের দেশের কবি আসায় ১০জন সিরিয়ান চলে এলো তাকে ফুল দিতে। সেখানে আমাকে দেখে তো তারা বিপাকে। দুজন কবি। তাদের মধ্যে শুধু নিজেদের জনকে কীভাবে ফুল দেয় তারা? সুতরাং আমাকে সবার সামনে একটি গোলাপ কলি উপহার দিলো। অনুষ্ঠান শেষে গোপনে নিজেরা যখন একত্র হলো, তখন নিজেদের কবিকে তোড়াটি উপহার দিলো। আমি এই সিরিয়ানদের স্পর্শকাতরতা দেখে মুগ্ধ। ওই গোলাপ কলিটি পাশের শহর থেকে হাঁচটে পাঁচড়ে, মুখে মাস্ক হাতে গ্লাভস স্বত্ত্বেও নিয়ে এসে ভাসে সাজিয়ে রাখলাম। ঘরের সবাই হাসতে লাগলো। ওরা কি জানে ফুলটি নয় আমি গোটা সিরিয়ার জনগণকে সাথে করে নিয়ে এসেছি? তাদের হৃদয়ের উষ্ণ নম্রতা আমাকে সিরিয়ায় নিয়ে গেছে। আবার মনে পড়ছে ২০১৮ তে আমাকে এক দেশি তার সাথে বেড়াতে নিয়ে গিয়েছিলো। সেখানে আরেক দেশি ব্লগ এডিটর তাকে রাতে চ্যালেঞ্জই করে বসলো তুমি এরে ক্যান আইতে কইছো, এরে তুমি চিনো?

এমন কী যখন ইউরোপীয়রা আমারে দাওয়াত করে আর এই মহামহীম সেখানে থাকেন, তো মনে হয়। এই বুঝি তিনি তাদেরও চ্যালেঞ্জ করে বসলেন, এই তোমরা এরে ক্যান আইতে কইছো, তোমরা কী এরে চিনো। চেনা -অচেনার মাঝে কতো দেশ নিয়ে ঘুরি। একটা দেশ বুকে, আরেকটা ব্যাগে, অন্যটা চোখের জলে, একটি খুব লজ্জার, আরেকটি ভারী গৌরবের। এক একটি দেশ খুব নিভৃতে কাছে এসে বলে, আমাকে চেনো, আমিও তোমার। সিরিয়া যার দেহে একই সাথে নষ্ট জঙ্গীর বীর্য, বুলেটের খোসার আভরণ ও লক্ষ লক্ষ মানুষের অশ্রুজলের প্লাবন। সে তার সন্তানদের মাঝে আরেক বাংলাদেশ হয়েই যেন আমার সামনে এসে দাঁড়ায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়