শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য পরিকল্পনায় ঐতিহাসিক অনুমোদন দিলেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট স্বাস্থ্য পরিকল্পনায় অনুমোদন দিতে নির্বাহী আদেশ দেয়ার পর বলেন রিপাবলিকান পার্টি যে সত্যিই স্বাস্থ্য সচেতনে ভূমিকা রাখে তা এখন প্রমাণিত হল। নতুন এই স্বাস্থ্য পরিকল্পনায় নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের চিকিৎসায় সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ওষুধ ক্রয়ে ২’শ ডলারের ভাউচার সুবিধা রাখ হয়েছে। স্পুটনিক

[৩] ট্রাম্প এ প্রসঙ্গে ডেমোক্রেটদের সমালোচনা করে বলেন সত্যি কথা হচ্ছে তাদের সমাজতান্ত্রিক ধ্যান ধারণা ও অর্থনীতিকে শাটডাউনে নিয়ে যাওয়া এবং অবৈধ অভিবাসীদের পক্ষে কথা বলার বিষয়টি বরং মার্কিন অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলবে। এবং এরফলে আমাদের স্বাস্থ্যখাতে ডেমোক্রেটদের আর করার কিছুই থাকবে না।

[৪] ট্রাম্পের নতুন এই স্বাস্থ্য পরিকল্পনায় কাউকে চিকিৎসা দেয়ার বিষয়টি থেকে বঞ্চিত রাখার কোনো সুযোগ রাখা হয়নি। ইন্সুরেন্স সুবিধা বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা সুবিধায় পূর্ব নির্ধারিত শর্ত রাখা হয়েছে।

[৫] নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের এ নির্বাহী আদেশের পর তা আগামী জানুয়ারিতে কংগ্রেসের অনুমোদনের জন্যে ভোটাভুটিতে যাবে।

[৬] ট্রাম্প বলেন স্বাস্থ্য পরিকল্পনায় সাশ্রয়ী মূল্যে বীমা সুবিধা, প্রেসক্রিপশনে ওষুধের ব্যয় হ্রাস, অতিরিক্ত মেডিকেল বিলিং পরিহার, ওষুধের দামে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। তাছাড়া স্বাস্থ্যখাতে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়েছে।

[৭] নতুন এ স্বাস্থ্য পরিকল্পনায় পরিবারের চিকিৎসা সুরক্ষিত করা হয়েছে এমন দাবি করে ট্রাম্প বলেন ওবামাকেয়ার প্রকল্পের চেয়ে বরং এটি ৬০ শতাংশ সাশ্রয়ী। এ্যাসোসিয়েশন হেলথ পরিকল্পনায় ক্ষুদ্র ব্যবসার সুযোগও রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়