শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য পরিকল্পনায় ঐতিহাসিক অনুমোদন দিলেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট স্বাস্থ্য পরিকল্পনায় অনুমোদন দিতে নির্বাহী আদেশ দেয়ার পর বলেন রিপাবলিকান পার্টি যে সত্যিই স্বাস্থ্য সচেতনে ভূমিকা রাখে তা এখন প্রমাণিত হল। নতুন এই স্বাস্থ্য পরিকল্পনায় নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের চিকিৎসায় সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ওষুধ ক্রয়ে ২’শ ডলারের ভাউচার সুবিধা রাখ হয়েছে। স্পুটনিক

[৩] ট্রাম্প এ প্রসঙ্গে ডেমোক্রেটদের সমালোচনা করে বলেন সত্যি কথা হচ্ছে তাদের সমাজতান্ত্রিক ধ্যান ধারণা ও অর্থনীতিকে শাটডাউনে নিয়ে যাওয়া এবং অবৈধ অভিবাসীদের পক্ষে কথা বলার বিষয়টি বরং মার্কিন অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলবে। এবং এরফলে আমাদের স্বাস্থ্যখাতে ডেমোক্রেটদের আর করার কিছুই থাকবে না।

[৪] ট্রাম্পের নতুন এই স্বাস্থ্য পরিকল্পনায় কাউকে চিকিৎসা দেয়ার বিষয়টি থেকে বঞ্চিত রাখার কোনো সুযোগ রাখা হয়নি। ইন্সুরেন্স সুবিধা বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা সুবিধায় পূর্ব নির্ধারিত শর্ত রাখা হয়েছে।

[৫] নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের এ নির্বাহী আদেশের পর তা আগামী জানুয়ারিতে কংগ্রেসের অনুমোদনের জন্যে ভোটাভুটিতে যাবে।

[৬] ট্রাম্প বলেন স্বাস্থ্য পরিকল্পনায় সাশ্রয়ী মূল্যে বীমা সুবিধা, প্রেসক্রিপশনে ওষুধের ব্যয় হ্রাস, অতিরিক্ত মেডিকেল বিলিং পরিহার, ওষুধের দামে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। তাছাড়া স্বাস্থ্যখাতে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়েছে।

[৭] নতুন এ স্বাস্থ্য পরিকল্পনায় পরিবারের চিকিৎসা সুরক্ষিত করা হয়েছে এমন দাবি করে ট্রাম্প বলেন ওবামাকেয়ার প্রকল্পের চেয়ে বরং এটি ৬০ শতাংশ সাশ্রয়ী। এ্যাসোসিয়েশন হেলথ পরিকল্পনায় ক্ষুদ্র ব্যবসার সুযোগও রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়