শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে কিশোরের ঘুষিতে গাড়িচালকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি: [২] বরিশাল নগরীর কাউনিয়ায় স্কুলপড়ুয়া কিশোরের ঘুষিতে প্রাণ হারিয়েছেন হেলাল উদ্দিন কল্পনা (৪২) নামের এক গাড়িচালক।

[৩] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত চালক হেলাল উদ্দিন একই ওয়ার্ডের মৃধাবাড়ির বাসিন্দা। তিনি এক‌টি বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নের গাড়ি চালাতেন। আটক কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে নগরীর পুরানপাড়া এলাকায় মার্বেল খেলা নিয়ে দুদল কিশোরের তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন তাদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে ঘুষি দেন মাইনুর রহমান সাকিব নামে এক কিশোর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই।

[৬] বরিশাল মহানগরের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন জানান, স্থানীয় কিশোরদের মধ্যে মারবেল খেলা নিয়ে বিরোধ হয়। এ সময় হেলাল‌ উদ্দিনকে সালিশদার মানা হয়। সালিশ করার সময় ওই কিশোর ক্ষুব্ধ হয়ে হেলালের ঘাড়ে ঘু‌ষি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মর্গে পাঠানো হয়।

[৭] এদিকে ঘটনার পর পরই ওই কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে।

[৮] কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়