শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে কিশোরের ঘুষিতে গাড়িচালকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি: [২] বরিশাল নগরীর কাউনিয়ায় স্কুলপড়ুয়া কিশোরের ঘুষিতে প্রাণ হারিয়েছেন হেলাল উদ্দিন কল্পনা (৪২) নামের এক গাড়িচালক।

[৩] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত চালক হেলাল উদ্দিন একই ওয়ার্ডের মৃধাবাড়ির বাসিন্দা। তিনি এক‌টি বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নের গাড়ি চালাতেন। আটক কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে নগরীর পুরানপাড়া এলাকায় মার্বেল খেলা নিয়ে দুদল কিশোরের তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন তাদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে ঘুষি দেন মাইনুর রহমান সাকিব নামে এক কিশোর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই।

[৬] বরিশাল মহানগরের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন জানান, স্থানীয় কিশোরদের মধ্যে মারবেল খেলা নিয়ে বিরোধ হয়। এ সময় হেলাল‌ উদ্দিনকে সালিশদার মানা হয়। সালিশ করার সময় ওই কিশোর ক্ষুব্ধ হয়ে হেলালের ঘাড়ে ঘু‌ষি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মর্গে পাঠানো হয়।

[৭] এদিকে ঘটনার পর পরই ওই কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে।

[৮] কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়