ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশান, বনানী, বারিধারাসহ বেশ কিছু এলাকায় শুক্রবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।বৃহস্পতিবার তিতাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান গ্যাস স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের টাইইনের জন্য ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা গুলশান-১, গুলশান-২, বনানী, নতুন বাজার, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যুগান্তর