শিরোনাম
◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে পুলিশি হয়রানীর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মো. ইউসুফ মিয়া: [২] মঙ্গলবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্নখোলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩৭ জনকে গ্রেফতার করে রাজবাড়ী জেলা পুলিশের সদস্যরা। ইউনিয়ন আওয়ামীলীগের ৩৭ নেতাকর্মী গ্রেফতারের ঘটনাকে পরিকল্পিতভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন পাংশা উপজেলা আওয়ামী লীগ।

[৩] বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

[৪] আওয়ামী লীগের নেত্রীবৃন্দ বলেন, ১২মার্চ, ২০২০ পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামে আসাদুল বারীকে হত্যা করা হয়। সেই মামলায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করে নিহতের স্বজনেরা। সেই মামলায় ঢাকা উচ্চ আদালত থেকে জামিন নিতে ভোরে তিনটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আওয়ামী লীগের ৩৭ জন নেতাকর্মী। পুলিশ সেই বিষয়টি জানতে পেরে তাদেরকে গ্রেফতার করে।

[৫] শুধু গ্রেফতারই নয় তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে পুলিশ অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেছেন। পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পায়তারা করছে পুলিশ। পুলিশের ভাবমূর্তী রক্ষার সার্থেই বিষয়টি উদ্ধর্তন পুলিশ কর্মকর্তাদের তদন্ত করা উচিত। পুলিশের যে সকল সদস্যরা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির দাবী করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

[৬] নেতাকর্মীরা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠ বিচার না হলে পাংশা, বালিয়াকান্দি, কালুখালীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়