মনিরুল ইসলাম: [২] ইউএনএফপিএ-এর কারিগরী সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন Strenthening Parliament’s Capacity in Population and Development Issues (SPCPD) শীর্ষক প্রকল্পের “মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা” বিষয়ক সাব-কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এর সভাপতিত্বে ১৪তম সভা সোমবার ২১ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
[৩] সভায় “মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা” সাব-কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, এমপি, মোঃ শহীদুজ্জামান সরকার, এমপি, মোঃ হাবিবে মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও কমিটির সদস্য মোঃ শামসুল হক টুকু, এমপি সভাতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
[৩] কমিটির সদস্য মোঃ হাবিবে মিল্লাত, এমপি সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
[৪] বাংলাদেশে অপরিকল্পিত গর্ভধারণ হ্রাস, মাতৃমৃত্যুর হার কমানো, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রনের লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টিকরনের জন্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে সভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
[৫] “মাতৃস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিল” যথাশীঘ্র সম্ভব আইনে পরিণত করা বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সভার পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
[৬] স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, মাতৃমৃত্যু হ্রাস এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি পরামর্শ সভা আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
[৭] সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড.জাফর আহমেদ খান, প্রকল্প পরিচালক এম. এ কামাল বিল্লাহ, উপ প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূঁইয়া এবং টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।