শিরোনাম
◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁটতে পারছেন নাভালনি, নিজেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

রাশিদুল ইসলাম : [২] রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। আর এ ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন। বার্লিন হাসপাতাল সূত্র বলছে ভেন্টিলেটর থেকে বের করার পর তিনি নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। ডেইলি মেইল

[৩] ইনস্টাগ্রামে নাভালনি লিখেছেন, কীভাবে সুস্থ হয়ে উঠছি, তা বলব। পথটা স্পষ্ট হলেও দীর্ঘ। জানান তিনি এখনও ফোন ব্যবহার করতে পারছেন না। গ্লাসে পানি ঢেলে খেতেও সমস্যা হচ্ছে। সিঁড়িতে উঠতে গেলেও পা কাঁপছে। তিনি বলেন, এটি একটি সুস্পষ্ট রাস্তা যদিও তা দীর্ঘতম।

[৪] তিনটি দেশের পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষার পর নাভালনির দেহে নভিচক গ্রুপের বিষের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানি সরকার। নাভালনি গত মাসে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

[৫] নাভালনি বলেন সুস্থ হয়ে ওঠার পর তিনি রাশিয়ায় ফিরে আসবেন। তবে পশ্চিমা দেশগুলো ক্রেমলিনের কাছে তার অসুস্থতার বিষয়ে ব্যাখ্যা চাইছে। ছবিতে নাভালনির হাতে নীল রংয়ের গ্লোভস, পরণে নীল রংয়ের টি সার্ট ও প্যান্ট পরিহিত দেখা যায়।

[৬] চিকিৎসকরা বলছেন নাভালনি ক্রমশ সেরে উঠছেন। ধীরে ধীরে তাকে যন্ত্রের ওপর নির্ভরশীলতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। ধারাবাহিকভাবে নাভালনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়