শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁটতে পারছেন নাভালনি, নিজেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

রাশিদুল ইসলাম : [২] রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। আর এ ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন। বার্লিন হাসপাতাল সূত্র বলছে ভেন্টিলেটর থেকে বের করার পর তিনি নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। ডেইলি মেইল

[৩] ইনস্টাগ্রামে নাভালনি লিখেছেন, কীভাবে সুস্থ হয়ে উঠছি, তা বলব। পথটা স্পষ্ট হলেও দীর্ঘ। জানান তিনি এখনও ফোন ব্যবহার করতে পারছেন না। গ্লাসে পানি ঢেলে খেতেও সমস্যা হচ্ছে। সিঁড়িতে উঠতে গেলেও পা কাঁপছে। তিনি বলেন, এটি একটি সুস্পষ্ট রাস্তা যদিও তা দীর্ঘতম।

[৪] তিনটি দেশের পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষার পর নাভালনির দেহে নভিচক গ্রুপের বিষের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানি সরকার। নাভালনি গত মাসে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

[৫] নাভালনি বলেন সুস্থ হয়ে ওঠার পর তিনি রাশিয়ায় ফিরে আসবেন। তবে পশ্চিমা দেশগুলো ক্রেমলিনের কাছে তার অসুস্থতার বিষয়ে ব্যাখ্যা চাইছে। ছবিতে নাভালনির হাতে নীল রংয়ের গ্লোভস, পরণে নীল রংয়ের টি সার্ট ও প্যান্ট পরিহিত দেখা যায়।

[৬] চিকিৎসকরা বলছেন নাভালনি ক্রমশ সেরে উঠছেন। ধীরে ধীরে তাকে যন্ত্রের ওপর নির্ভরশীলতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। ধারাবাহিকভাবে নাভালনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়