শিরোনাম
◈ শিলিগুড়ি করিডর প্রসঙ্গে উসকানিমূলক মন্তব্য, ‘চিকেনস নেক’কে হাতি বানানোর ডাক সাধগুরুর ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবরটি ‘গুজব’: খলিলুর রহমান ◈ এনিসিপিতে যোগ দিয়েই মুখপাত্র হলেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ নির্বাচনি হলফনামায় জামায়াত আমিরের সম্পদের হিসাব প্রকাশ, ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকাসহ যা আছে ◈ নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি বাহারুল আলম ◈ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ ◈ চলতি বছর সবচেয়ে বেশি দেশে হামলা চালিয়েছে ইসরাইল ◈ ফেব্রুয়ারির নির্বাচনের পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর ◈ ৩০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা ◈ প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে রোহিঙ্গা শিবিরে ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁটতে পারছেন নাভালনি, নিজেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

রাশিদুল ইসলাম : [২] রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। আর এ ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন। বার্লিন হাসপাতাল সূত্র বলছে ভেন্টিলেটর থেকে বের করার পর তিনি নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। ডেইলি মেইল

[৩] ইনস্টাগ্রামে নাভালনি লিখেছেন, কীভাবে সুস্থ হয়ে উঠছি, তা বলব। পথটা স্পষ্ট হলেও দীর্ঘ। জানান তিনি এখনও ফোন ব্যবহার করতে পারছেন না। গ্লাসে পানি ঢেলে খেতেও সমস্যা হচ্ছে। সিঁড়িতে উঠতে গেলেও পা কাঁপছে। তিনি বলেন, এটি একটি সুস্পষ্ট রাস্তা যদিও তা দীর্ঘতম।

[৪] তিনটি দেশের পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষার পর নাভালনির দেহে নভিচক গ্রুপের বিষের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানি সরকার। নাভালনি গত মাসে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

[৫] নাভালনি বলেন সুস্থ হয়ে ওঠার পর তিনি রাশিয়ায় ফিরে আসবেন। তবে পশ্চিমা দেশগুলো ক্রেমলিনের কাছে তার অসুস্থতার বিষয়ে ব্যাখ্যা চাইছে। ছবিতে নাভালনির হাতে নীল রংয়ের গ্লোভস, পরণে নীল রংয়ের টি সার্ট ও প্যান্ট পরিহিত দেখা যায়।

[৬] চিকিৎসকরা বলছেন নাভালনি ক্রমশ সেরে উঠছেন। ধীরে ধীরে তাকে যন্ত্রের ওপর নির্ভরশীলতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। ধারাবাহিকভাবে নাভালনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়