শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁটতে পারছেন নাভালনি, নিজেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

রাশিদুল ইসলাম : [২] রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। আর এ ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন। বার্লিন হাসপাতাল সূত্র বলছে ভেন্টিলেটর থেকে বের করার পর তিনি নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। ডেইলি মেইল

[৩] ইনস্টাগ্রামে নাভালনি লিখেছেন, কীভাবে সুস্থ হয়ে উঠছি, তা বলব। পথটা স্পষ্ট হলেও দীর্ঘ। জানান তিনি এখনও ফোন ব্যবহার করতে পারছেন না। গ্লাসে পানি ঢেলে খেতেও সমস্যা হচ্ছে। সিঁড়িতে উঠতে গেলেও পা কাঁপছে। তিনি বলেন, এটি একটি সুস্পষ্ট রাস্তা যদিও তা দীর্ঘতম।

[৪] তিনটি দেশের পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষার পর নাভালনির দেহে নভিচক গ্রুপের বিষের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানি সরকার। নাভালনি গত মাসে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

[৫] নাভালনি বলেন সুস্থ হয়ে ওঠার পর তিনি রাশিয়ায় ফিরে আসবেন। তবে পশ্চিমা দেশগুলো ক্রেমলিনের কাছে তার অসুস্থতার বিষয়ে ব্যাখ্যা চাইছে। ছবিতে নাভালনির হাতে নীল রংয়ের গ্লোভস, পরণে নীল রংয়ের টি সার্ট ও প্যান্ট পরিহিত দেখা যায়।

[৬] চিকিৎসকরা বলছেন নাভালনি ক্রমশ সেরে উঠছেন। ধীরে ধীরে তাকে যন্ত্রের ওপর নির্ভরশীলতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। ধারাবাহিকভাবে নাভালনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়