শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসে ট্রাম্প বরাবর বিষ মেশানো চিঠি,বাজেয়াপ্ত নিরাপত্তারক্ষীদের হাতে

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আবাস স্থল হোয়াইট হাউসে মারণ বিষ মেশানো চিঠি এসেছিল কানাডা থেকে, কারো কোনো ক্ষতি হওয়ার আগেই তা নিরাপত্তারক্ষীরা বাজেয়াপ্ত করেন। নিউইয়র্ক টাইমস/সিএনএন/ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] এফবিআই বলছে তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসও ওই তদন্তে যোগ দিয়েছে। তবে কোনো রকমের নাশকতার খবর গোয়েন্দাদের কাছে নেই। কী উদ্দেশ্যে এই বিষ মেশানো চিঠি পাঠানো হয়, সেটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। হোয়াইট হাউস ও ইউএস সিক্রেট সার্ভিস এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

[৪] চিঠিতে ‘রাইসিন’ বিষ মাখানো ছিল। রাইসিন সাধারণত ক্যাস্টর বিনে পাওয়া যায়। কিন্তু এর থেকে মারণ বিষ তৈরি করা যায় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সামান্য এক চিলতে বিষের সংস্পর্ষে কেউ এলে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। এতটাই মারণ ক্ষমতা এই রাইসিনের। এখনও পর্যন্ত এই বিষের কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি।

[৫] ২০১৮ সালে উটাহ প্রদেশ থেকে উইলিয়াম ক্লাইডে অ্যালেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রেয় ও আরও অনেক কর্মকর্তাদের কাছে রাইসিন বিষ মেশানো চিঠি তিনি পাঠিয়েছিলেন বলে অভিযোগ। এখনও জেলেই রয়েছেন অ্যালেন।

[৬] যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকেও রাইসিন মেশানো চিঠি পাঠানোর জন্য দু’জনকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালের মে মাসে জেমস এভারেট নামের মিসিসিপির এক যুবক ওবামা, এক সিনেটর ও এক বিচারককে বিষ মেশানো চিঠি পাঠানোয় তার ২৫ বছর জেল হয়। ২০১৪ সালের জুলাই মাসে ওবামা ও নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গকে বিষ মেশানো চিঠি পাঠানোয় টেক্সাসের এক অভিনেতার ১৮ বছরের জেল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়