শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসে ট্রাম্প বরাবর বিষ মেশানো চিঠি,বাজেয়াপ্ত নিরাপত্তারক্ষীদের হাতে

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আবাস স্থল হোয়াইট হাউসে মারণ বিষ মেশানো চিঠি এসেছিল কানাডা থেকে, কারো কোনো ক্ষতি হওয়ার আগেই তা নিরাপত্তারক্ষীরা বাজেয়াপ্ত করেন। নিউইয়র্ক টাইমস/সিএনএন/ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] এফবিআই বলছে তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসও ওই তদন্তে যোগ দিয়েছে। তবে কোনো রকমের নাশকতার খবর গোয়েন্দাদের কাছে নেই। কী উদ্দেশ্যে এই বিষ মেশানো চিঠি পাঠানো হয়, সেটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। হোয়াইট হাউস ও ইউএস সিক্রেট সার্ভিস এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

[৪] চিঠিতে ‘রাইসিন’ বিষ মাখানো ছিল। রাইসিন সাধারণত ক্যাস্টর বিনে পাওয়া যায়। কিন্তু এর থেকে মারণ বিষ তৈরি করা যায় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সামান্য এক চিলতে বিষের সংস্পর্ষে কেউ এলে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। এতটাই মারণ ক্ষমতা এই রাইসিনের। এখনও পর্যন্ত এই বিষের কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি।

[৫] ২০১৮ সালে উটাহ প্রদেশ থেকে উইলিয়াম ক্লাইডে অ্যালেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রেয় ও আরও অনেক কর্মকর্তাদের কাছে রাইসিন বিষ মেশানো চিঠি তিনি পাঠিয়েছিলেন বলে অভিযোগ। এখনও জেলেই রয়েছেন অ্যালেন।

[৬] যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকেও রাইসিন মেশানো চিঠি পাঠানোর জন্য দু’জনকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালের মে মাসে জেমস এভারেট নামের মিসিসিপির এক যুবক ওবামা, এক সিনেটর ও এক বিচারককে বিষ মেশানো চিঠি পাঠানোয় তার ২৫ বছর জেল হয়। ২০১৪ সালের জুলাই মাসে ওবামা ও নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গকে বিষ মেশানো চিঠি পাঠানোয় টেক্সাসের এক অভিনেতার ১৮ বছরের জেল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়