শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংল্যান্ডের টটেনহ্যামে যোগ দিলেন গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে শনিবার টটেনহ্যামে যোগ দিয়েছেন গ্যারেথ বেল। সঙ্গে সার্জিও রেগুইলন রদ্রিগেজও স্প্যানিশ চ্যাম্পিয়নদের তাঁবু থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। রিয়ালও নিশ্চিত করেছে বিষয়টি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বেতন ও ফি বাবদ বেলকে পেতে দুই কোটি পাউন্ড গুনতে হচ্ছে টটেনহ্যামকে।

৩১ বছর বয়সী বেল এক মৌসুমের জন্য ধারে উত্তর লন্ডনের ক্লাবটিতে ফিরলেন। ৭ বছর আগে তখনকার রেকর্ড পারিশ্রমিক ১০০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম থেকেই রিয়ালে পাড়ি দিয়েছিলেন ওয়েলস উইঙ্গার।

অন্যদিকে ২৩ বছর বয়সী লেফট ব্যাক রেগুইলন ২০২৫ পর্যন্ত স্থায়ী চুক্তিতে টটেনহ্যামে এলেন। এমাসেই ন্যাশনাল লিগে যার স্পেনে অভিষেক হয়েছিল। আগস্টে ইউরোপা লিগও জেতেন, সেভিয়ার হয়ে ধারে খেলেছিলে তিনি।

বেলকে গত দুই মৌসুম চোট বেশ ভুগিয়েছে। গত মৌসুমে জিনেদিন জিদানের অধীনে খুব বেশি সুযোগ পাননি তিনি। আর এ মৌসুমে তো জিদানের পরিকল্পনায়ই ছিলেন না। তাই বেল নিজেই চেয়েছিলেন ক্লাব ছাড়তে। শেষ পর্যন্ত ফিরলেন পুরোনো ঠিকানায়।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০টির বেশি গোল করেছেন বেল। জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এবার তার সামনে নতুন মিশন। যে মিশনগুলোর অন্যতম টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরানো। গত মৌসুম যারা পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থেকে লিগ শেষ করেছিল। ১৭ বছর বয়সে সাউদাম্পটন থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন বেল। সাউদাম্পটনে কাটিয়েছিলেন এক বছর। ২০০৭ সালে টটেনহ্যামে যোগ দিয়ে ছিলেন ২০১৩ পর্যন্ত।

রিয়ালে ৭ বছরের অধ্যায়ে বেল চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও আরো জিতেছেন- দুটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে, তিনটি উয়েফা সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপ। বেল এখনো ব্রিটিশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। সেই সঙ্গে লা লিগায় ব্রিটিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। ১৭১টি লিগ ম্যাচে যিনি ৮০টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪০টি।- দ্য মিরর

  • সর্বশেষ
  • জনপ্রিয়