শিরোনাম
◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান ◈ ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৌশলগত দেপসাং ভ্যালি কব্জা করতে চীন মরিয়া, আক্রমণাত্মক ভারতীয় সেনা

রাশিদুল ইসলাম : [২] লাদাখে দেপসাং সংলগ্ন এলাকায় সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে চীন। তাদের রাডার পজিশন ধরা পড়েছে, রাইফেল ডিভিশন তৈরি হচ্ছে বলেও অনুমান করছে ভারতের সেনাবাহিনী। সামরিক শক্তি দিয়ে দেপসাং এলাকা কব্জা করার মতলব রয়েছে পিপলস লিবারেশন আর্মির। গালওয়ান পেরিয়ে প্যাঙ্গং হ্রদের উত্তরে ফিঙ্গার পয়েন্ট ৩ এর কাছে সামরিক কাঠামো বানাচ্ছে চীন। দি ওয়াল

[৩] ভৌগোলিক ছাড়াও সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ওই এলাকা কখনও হাতছাড়া করতে চাচ্ছে না ভারত। ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় ৯৭২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেপসাং ভ্যালি। সেখানে আধিপত্য বিস্তার করতে পারলে নীচে ডেমচক অবধি এলাকায় কর্তৃত্ব নিতে পারবে চীনা সেনা।

[৪] সিয়াচেন গ্লেসিয়ার, চীনের নিয়ন্ত্রণে আকসাই চীন দুইয়ের মাঝে অবস্থান দেপসাং ভ্যালির। সেখান থেকে একদিকে উচ্চতম সিয়াচেনের সীমান্তের নাগাল পাওয়া যাবে, অন্যদিকে আকসাই চীন লাগোয়া দৌলত বেগ ওল্ডি হয়ে ভারতে ঢোকার রাস্তা সহজ। দৌলত বেগ ওল্ডি এখন ভারতের সেনার নিয়ন্ত্রণে রয়েছে। তাই দেপসাং কব্জা করতে পারলে চীনের সেনাকে পেরিয়ে ভারত আর এই এলাকায় টহল দিতে পারবে না।

[৫] দারবুক থেকে শিয়ক হয়ে দৌলত বেগ বিমানঘাঁটি অবধি যে রাস্তা তৈরি করছে ভারত সেটাই চীনের বাহিনীর মাথাব্যথার কারণ। তাই পেট্রোলিং পয়েন্ট ১৪ নম্বরের কাছে অশান্তি বাঁধিয়ে পাহাড়ের উপরে ঘাঁটি তৈরির চেষ্টা করছে চীন। ওই এলাকা নিয়ন্ত্রণে থাকলে দৌলত বেগ ওল্ডি দুর্বল হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়