শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট ডাউনলোডে নিষেধাজ্ঞা, পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি চীনের

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চাইনিজ ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট ডাউনলোড এবং ব্যবহারে শুক্রবার নিষেধাজ্ঞা কার্যকর করেছে ওয়াশিংটন।

[৩]শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘চীন যুক্তরাষ্ট্রকে এই হয়রানি বন্ধ করার আহ্বান জানাচ্ছে, এটি পুরোপুরোই ভুল পদক্ষেপ এবং আন্তর্জাতিক নিয়ম-নীতির লঙ্ঘন। যদি যুক্তরাষ্ট্র এটি অব্যাহত রাখে তবে চাইনিজ কোম্পানিগুলোর স্বার্থ এবং অধিকারের সুরক্ষা নিশ্চিতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

[৪] শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীন এবং দেশটির কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করে গোয়েন্দাগিরি কাজে ব্যবহার করায় জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক ও উইচ্যাট বন্ধ করা হয়েছে।

[৫]এই নির্দেশের ফলে সোমবার থেকে অ্যাপদুটোর ব্যবহারকারীরা আপডেট ইনস্টল করতে পারবেন না এবং ডাউনলোডে নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে ১২ নভেম্বর পর্যন্ত এই অ্যাপ ব্যবহার করতে পারবেন তারা।

[৬]ট্রাম্প টিকটকের মালিক বাইটড্যান্সকে এই কোম্পানি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে চাপ প্রয়োগ করছেন। ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার টেক কোম্পানি ওরাকল, ওয়ালমার্টসহ মাইক্রোসফট ও টুইটার বাইটড্যান্সের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে।

[৭]যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ও বিশ্বজুড়ে ৭০ কোটি।উইচ্যাটের প্রাত্যহিক ব্যবহারকারীর সংখ্যা গড়ে ১ কোটি ৯০ লাখ।

[৮]শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়ার আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা দায়ের করেছে টিকটক। উইচ্যাট ব্যবহারকারীরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়