শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ায় ৬ হাজার তরুণ নিয়োগ দেবে সিটি ব্যাংক

রাশিদ রিয়াজ : সিটি ব্যাংক আগামী তিন বছরে এসব তরুণদের নিয়োগ দেবে। তরুণদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির জন্যেই সিটি ব্যাংক এধরনের উদ্যোগ নিয়েছে। নিউইয়র্ক ভিত্তিক এ ব্যাংকটি জানায় ২৪ বছর বয়সী ৬০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে। সিটি ব্যাংক ও সিটি ফাউন্ডেশন ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এশিয়ায়। এ অর্থ আগামী ২০২৩ সালের মধ্যে অনুদান হিসেবে দেয়া হবে যারা স্বল্প আয়ের ও জনহিতকার কাজে নিয়োজিত রয়েছেন তাদের মধ্যে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিশে^র অর্ধেক তরুন অর্থাৎ ৭’শ মিলিয়ন মানুষের বসবাস। এদের অর্ধেক রয়েছে কর্মসংস্থানের বাইরে। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেবে এ অঞ্চলের মাত্র ২০ শতাংশ তরুণ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ব্লুমবার্গ

সিটি ব্যাংকের হিসেবে গত বছরের চেয়ে এবছর এশিয়ায় বেকার তরুণের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কোভিড মহামারীজনিত মন্দা। সিটি এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী পিটার বাবেজ বলেন উত্তর আমেরিকার বাইরে এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চল হচ্ছে আমাদের রাজস্ব আয়ের অন্যতম বৃহৎ এলাকা। ব্যাংকটির ২৫ শতাংশ আয়ের উৎস হচ্ছে এ অঞ্চল। সিটি ব্যাংক এ অঞ্চলে তরুণদের নিয়োগ দেয়ার ক্ষেত্রে ব্যাংকিং, পুঁজিবাজার ও পরামর্শক প্রতিষ্ঠান ও সিকিউরিটি সার্ভিস, ভোক্তা ব্যাংককে বেছে নেবে। সিটি ব্যাংক হংকংয়ের একজন মুখপাত্র জানান অধিকাংশ তরুণদের নিয়োগ দেয়া হবে দক্ষিণ পূর্ব এশিয়ায়। এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে বছরে নিয়োগ চাহিদা বিবেচনা করেও নতুন নিয়োগের সিদ্ধান্ত নেবে সিটি ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়