শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচ কোমান সুর পাল্টালেন, সুয়ারেজকে রাখতে চান বার্সাতেই

স্পোর্টস ডেস্ক: [২] বার্সেলোনায় যোগ দেওয়ার প্রথম দিনেই লুইস সুয়ারেজসহ চার সিনিয়র খেলোয়াড়কে নতুন ক্লাব খুঁজে নেওয়ার কথা বলেছিলেন কোচ রোনাল্ড কোমান। সুয়ারেজকে তো মাত্র ৬০ সেকেন্ডের ফোন কলে বিদায় বলেছেন। যা নিয়ে অনেক অসন্তোষ ছড়িয়ে পড়েছিল ক্লাবটিতে। কিন্তু সেই কোচই এখন সুর পাল্টে ফেলেছেন। সুয়ারেজ ক্লাবে থাকলে অন্য সব খেলোয়াড়ের মতো তাকে বিবেচনা করবেন বলেই জানিয়েছেন এ ডাচ কোচ।

[৩] সুয়ারেজের সঙ্গে সবশেষ করা চুক্তি অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত তিনি বার্সেলোনার খেলোয়াড়। নির্দিষ্ট পরিমাণ ম্যাচ খেললে এ চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন আরও এক বছর। কিন্তু হুট করেই তার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানায় বার্সা। তাতে জটিলতা বাড়ে। কারণ এ মুহূর্তে চুক্তি বাতিল করতে হলে পুরো মৌসুমের বেতন দিয়েই তা করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সুয়ারেজ। যা আপাত দৃষ্টিতে প্রায় অসম্ভব ক্লাবটির জন্য। কারণ নানা জটিলতায় বেশ আর্থিক ঘাটতিতে রয়েছে বার্সেলোনা।- গোল ডটকম

[৪] এ মুহূর্তে একত্রে সুয়ারেজকে মৌসুমের পুরো বেতন ১৩ মিলিয়ন ইউরো দেওয়া অসম্ভব ক্লাবটির জন্য। তাই বাধ্য হয়েই সূর পাল্টে ফেলছে তারা। আগের দিন প্রাক-মৌসুমের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোমান বলেছেন, আমি আজ সকালে সুয়ারেজের সঙ্গে কথা বলেছি। আমরা অপেক্ষা করছি এবং কোনো পথ খুঁজে বের করা যায় কি-না। তবে আমরা চুক্তিকে সম্মান জানাই এবং প্রথম দিন থেকেই বলে আসছি সে আমাদের স্কোয়াডের একজন সদস্য, আমাদের আরও একজন খেলোয়াড়।

[৫] শুরুতে নেওয়া বার্সার সিদ্ধান্তে নিজের ভবিষ্যৎ অনেকটা গুছিয়ে ফেলেছিলেন সুয়ারেজ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে আলোচনা প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু ক্লাব থেকে চুক্তি বাতিলের কোনো আলোচনা আর করা হচ্ছিল না। তাই বিকল্প হিসেবে এএস রোমার ফরোয়ার্ড এডেন জেকোর সঙ্গে আলোচনা অনেকটা চূড়ান্ত করে ফেলে জুভেন্টাস। তাই সুয়ারেজের ভবিষ্যৎ নিয়ে জটিলতা বাড়ছেই। শেষপর্যন্ত বার্সাতেই আরও এক মৌসুম থাকতে হতে পারে তাকে। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়