শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের একজন এজাহার নামীয় পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তার জঙ্গি সদস্য হলেন- আবু সায়েম ওরফে সিফাত (২৬)। তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ, ব্যাগ ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন তথ্যে ব্যাটালিয়নের একটি দল বুধবার রাতে শ্যামলী লিংক রোডের বিজিবি বাজারের পশ্চিম পাশে অভিয়ান চালিয়ে আনসার আল ইসলামের ওই সদস্যকে গ্রেপ্তার করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গত ১০ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ জন সদস্যকে গেস্খপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের পলাতক সহযোগীদের নাম-ঠিকানা ও পরিকল্পনা উদঘাটন করে র‌্যাব-২। ওই ঘটনায় মামলা হয়। গ্রেপ্তারদের দেয়া তথ্যে পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার আবু সায়েম ও তার সহযোগী পলাতক আসামিরা দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী জিহাদী বই ও লিফলেট বিতরণ এবং প্রচার করে নতুন সদস্যদের দলে নেয়ার কাজ করছিল। ধর্মীয় উগ্রবাদী মনোভাব সম্পন্ন যুবকদের জিহাদে উদ্বুদ্ধ করা ও নাশকতা সৃষ্টি করাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য। গ্রেপ্তার আবু সায়েমের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন তল্লাশি করে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির পলতাক বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়