শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে করোনামহামারি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শাহীন খন্দকার : [২] আর মাস তিনেকের মধ্যেই শীত আসছে। পৃথিবীর অধিকাংশ দেশেই এসময়টায় ঠান্ডা লাগা বা ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়। এ কারণে আশংকা দেখা দিয়েছে যে ঋতু পরিবর্তনের সময় করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাবে এবং বলা হচ্ছে, প্রথম দফায় সংক্রমণ যত ব্যাপক ছিল-দ্বিতীয় দফায় তা আরো মারাত্মক হবে।

[৩] এদিকে হুঁশিয়ারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার । তারা বলছেন আসছে শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে করোনাভাইরাস। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, শীতের কয়েক মাস আগেই উত্তর গোলার্ধ্বের বিভিন্ন অঞ্চলে আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক কারিগরি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, সেপ্টেম্বর ফ্লু’র সময় নয়। উদ্বেগের বিষয় হলো, এ সময়ে শুধু যে সংক্রমণ বাড়ছে তাই নয়। স্পেন, ফ্রান্স, মন্টিনিগ্রো, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হাসপাতালে ভর্তি বাড়ছে।

[৫] ভিড় বাড়ছে আইসিইউগুলোতে। গুরুতর অসুস্থ বেশির ভাগই ১৫ থেকে ৪৪ বছর বয়সী কোভিড নাইনটিন রোগী। এ অবস্থায় শীতে মহামারির সম্ভাব্য রূপ চিন্তার বিষয়। বর্তমানে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ কোটি। ২৪ ঘণ্টাতেই নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি। একই সময়ে ৬ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু ৯ লাখ ৪৫ হাজারের কাছাকাছি। তথ্য যমুনা টিভি ও বিবিসি।

[৬] কিন্তু করোনাভাইরাস সংক্রমণ কেমন চেহারা নেবে-তার পূর্বাভাস দেয়া কি এত সহজ-সরল? মোটেও তা নয়। বরং ব্যাপারটা বেশ জটিল। শুধু করোনাভাইরাসের প্রকৃতি নয়, অন্য নানা রকম শীতকালীন রোগজীবাণু, মানুষের আচরণ, সরকারী নীতির সাফল্য-ব্যর্থতা এরকম অনেক কিছুর ওপর নির্ভর করছে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসলেই আসবে কিনা।

[৭] তা ছাড়া বিজ্ঞানে এখন নতুন কিছু গবেষণা চলছে যাতে দেখা যায় যে একটি ভাইরাল সংক্রমণ হয়তো অন্য কোন ভাইরাসের সংক্রমণকে আটকে দিতে পারে। তবে করোনাভাইরাসের ক্ষেত্রে এর কোন প্রভাব পড়বে কিনা তা এখনো অজানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়