শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ভারতীয়দের তথ্য পাচার করছে আলিবাবার ৭২টি সার্ভার!

ডেস্ক রিপোর্ট: শুধু সীমান্তে আগ্রাসন নয়, ভারতকে চাপে ফেলতে সাইবার হানাও জারি রেখেছে প্রতিবেশি চীন। ভারতীয়দের গোপন তথ্য পাচার করা হচ্ছে। এই অভিযোগে একশ'রও বেশি চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

তবে এবার গোয়েন্দা প্রতিবেদনে সামনে এল অন্য তথ্য। অভিযোগ, দেশটির বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তথা ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চীনে পাচার করছে সে দেশের বহুজাতিক সংস্থা আলিবাবা। এজন্য তারা ব্যবহার করছে অন্তত ৭২টি সার্ভার। তবে খুব শিগগিরই গোটা বিষয়টির তদন্ত শুরু হবে, দাবি গোয়েন্দাদের।

মঙ্গলবার এই প্রসঙ্গে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, মূলত লোভনীয় অফারেই দেশের বিভিন্ন বাণিজ্যক সংস্থার কাছে ‘ফাঁদ’ পাতছে আলিবাবা। ইউরোপীয় সার্ভারের তুলনায় এ দেশে আলিবাবার ওই সার্ভারে তথ্যাদি জমা রাখার খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। আর সেই ফাঁদে ইতিমধ্যে পা দিয়ে ফেলেছে ভারতীয় সংস্থাগুলো।
গোয়েন্দাদের আরও অভিযোগ, চীন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই ভারতীয়দের গুরুত্বপূর্ণ তথ্যাদি চীনের রিমোট সার্ভারে সরিয়ে ফেলা হচ্ছে। এর ফলে বহু ভারতীয় নাগরিকের গোপন তথ্য চীনে পাচার হয়ে গিয়েছে বলে অভিযোগ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আলিবাবা কর্তৃপক্ষের কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। শিগগিরই এই নিয়ে তদন্তও শুরু করা হবে জানায় গোয়েন্দা সংস্থা। সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়