শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ভারতীয়দের তথ্য পাচার করছে আলিবাবার ৭২টি সার্ভার!

ডেস্ক রিপোর্ট: শুধু সীমান্তে আগ্রাসন নয়, ভারতকে চাপে ফেলতে সাইবার হানাও জারি রেখেছে প্রতিবেশি চীন। ভারতীয়দের গোপন তথ্য পাচার করা হচ্ছে। এই অভিযোগে একশ'রও বেশি চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

তবে এবার গোয়েন্দা প্রতিবেদনে সামনে এল অন্য তথ্য। অভিযোগ, দেশটির বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তথা ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চীনে পাচার করছে সে দেশের বহুজাতিক সংস্থা আলিবাবা। এজন্য তারা ব্যবহার করছে অন্তত ৭২টি সার্ভার। তবে খুব শিগগিরই গোটা বিষয়টির তদন্ত শুরু হবে, দাবি গোয়েন্দাদের।

মঙ্গলবার এই প্রসঙ্গে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, মূলত লোভনীয় অফারেই দেশের বিভিন্ন বাণিজ্যক সংস্থার কাছে ‘ফাঁদ’ পাতছে আলিবাবা। ইউরোপীয় সার্ভারের তুলনায় এ দেশে আলিবাবার ওই সার্ভারে তথ্যাদি জমা রাখার খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। আর সেই ফাঁদে ইতিমধ্যে পা দিয়ে ফেলেছে ভারতীয় সংস্থাগুলো।
গোয়েন্দাদের আরও অভিযোগ, চীন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই ভারতীয়দের গুরুত্বপূর্ণ তথ্যাদি চীনের রিমোট সার্ভারে সরিয়ে ফেলা হচ্ছে। এর ফলে বহু ভারতীয় নাগরিকের গোপন তথ্য চীনে পাচার হয়ে গিয়েছে বলে অভিযোগ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আলিবাবা কর্তৃপক্ষের কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। শিগগিরই এই নিয়ে তদন্তও শুরু করা হবে জানায় গোয়েন্দা সংস্থা। সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়