শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় বৃদ্ধা শা‌ন্তি রাণীর পা‌শে দাঁড়া‌নোর যেন কেউ নেই!

সাদ্দাম হো‌সেন: [২] চো‌খের ঝাপসা দৃ‌র্ষ্টি আর কপা‌লে ভা‌জে স্পষ্ট ব‌লি রেখায় ব‌লে দেয় বয়স ৭০‌পে‌রি‌য়ে‌ছে শা‌ন্তি রাণীর। ত‌বে জাতীয় প‌রিচয়প‌ত্রে স‌ঠিক বয়স না জানায় অনুমান ক‌রে বসা‌নো হ‌য়ে‌ছে কম।

[৩] বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ। এই বয়সেও ভাগ্যে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতা।বার বার স্থানীয় জনপ্রতি‌নি‌ধির কা‌ছে গি‌য়েও হতাশা নি‌য়ে ফির‌তে হ‌য়ে‌ছে তা‌ঁ‌কে।

[৪] বুধবার সদর উপজেলার পুর্ব গোয়াল পাড়া মহল্লার মৃত আশিস বর্মণের স্ত্রী শান্তি রানীর বা‌ড়ি‌তে গে‌লে তি‌নি এ প্রতি‌বেদকের কা‌ছে এমন অ‌ভি‌যোগ জানান।
শা‌ন্তি রানী ব‌লেন, স্বামী মারা যাওয়ার ১৮ বছর পে‌রি‌য়ে‌ছে।

[৫] অন্যের বাসা-বাড়িতে কাজ করে একমাত্র ছেলেকে ‌লেখা পড়া শি‌খি‌য়ে বড় করি‌য়ে‌ছি। সেই সন্তান এখন দে‌খেন না তা‌কে। বিয়ের পর অসুস্থ্য বৃদ্ধ মাকে ফেলে বউ নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করছে। এমন অসহায় হয়ে এক মুঠো আহারের জন্য বাড়ির পাশে এক হোটেলে কাজের সন্ধানে গেলে হোটেল মালিক বৃদ্ধ ভেবে তাকে কাজে নেয়‌নি। । বর্তমানে তিনি অসুস্থ্য হয়ে রোগ যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছেন।

[৬] শা‌ন্তি রানীর ই‌চ্ছে জীব‌নে সায়া‌হ্নে এ সম‌য়ে তি‌নি যেন এক‌টি বিধবা ভাতা কার্ড পান সে জন‌্য সং‌শ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতি‌নি‌ধি নিকট তার আকুল আ‌বেদন।এ বিষ‌য়ে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, তি‌নি বৃদ্ধার বিষয়টি দেখ‌ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়