স্পোর্টস ডেস্ক: [২] কয়েকবার পেছানোর পর অবশেষে এবার কাতার বিশ্বকাপ ২০২২ সামনে রেখে মাঠে গড়াচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের খেলা। গতকাল এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় কনমেবল।
[৩] আগেই জানা ছিলো আগামী অক্টোবর মাসে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। কিন্তু তারপরও শঙ্কা ছিল। করোনার কথা মাথায় রেখে হয়তো আবারো স্থগিত হতো বাছাইপর্বের ম্যাচ।
[৪] কিন্তু কনমেবল সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কনমেবল জানিয়ে দিয়েছে আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো। গতকাল এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয় তারা।
[৫] কিন্তু বাছাই পর্ব অনুষ্ঠিত হলেও ইউরোপিয়ান ক্লাবগুলো কি তারকাদের ছাড়বে? কেননা তারা নিজ দেশে ফিরলে এবং সেখান থেকে পুনরায় ক্লাবে গেলে কোয়ারেন্টাইনে থাকার একটা বিষয় তো আছেই।
[৬] ফিফা জানিয়েছে, এই বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য ইউরোপিয়ান ক্লাবগুলো প্লেয়ারদের ছাড়বে। - দ্যা গ্যালারি