শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমি রহমান পিয়াল: খিচুড়ি রান্না শিখতে হইবো কেন?

অমি রহমান পিয়াল: সময় টিভি স্বার্থক। এই স্ট্যাটাস দেওয়ার আগেই তাদের নিউজ লিংক সবার ইনবক্সে চলে গেছে। ভাইরাল এই লিংকের শিরোনাম পইড়াই লোকজনের ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। আপনাদের জন্য স্পয়েলার এলার্ট, সেই নিউজেই লেখা আছে। তবে পরিকল্পনা কমিশন এই প্রকল্প থেকে বিদেশ যাত্রা বাতিল করার কথা বলেছে। এছাড়া দেশেও এ ধরনের প্রশিক্ষণের বিষয়ে যৌক্তিকতা কী জানতে চেয়েছে। কমিশন জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের খাবার বিতরণ নতুন নয়। ডিপিই দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। যাউগ্যা তাও যদি মন না ভরে, আগের সম্পূরক প্রশ্নগুলো উত্তর মালা পড়া যাক।

[১] খিচুড়ি রান্না শিখতে হইবো কেন? [২] খিচুড়ি রান্না না, গোটা প্রক্রিয়াটা শিখা। সাংবাদিক ইচ্ছা কইরা ভোগলামিটা দুচাইছে। স্কুলের বাচ্চাদের জন্য ফ্রি খাবারে কী কী উপকরণ যুৎসই, কী কী দিয়ে এই খিচুড়ি সাশ্রয়কর, বেশি মানুষের জন্য রান্না করার সিস্টেম কী, কতোক্ষণ সেটা খাবার উপযোগী থাকবে ইত্যাদি। [২] বিদেশ কেন? বিদেশ মানে দক্ষিণ ভারত। এছাড়াও দক্ষিণ, পূর্ব এশিয়ায় যে সব অঞ্চলের স্কুলে বাচ্চাদের ফ্রি খাবার দেওয়া হয়, তাদের প্রক্রিয়াটা দেখা। [৩] ১ হাজার জন কেন। দেশে স্কুল কয়টা? আর সবাইতো এক জায়গায় যাবে না। [৪] বাচ্চাদের খিচুড়ি দিতে হবে কেন। জানি না ভাই। টেকা মারার ধান্দা মনে হয়। [৪] স্কুল লাগবে কেন। স্কুল না খাকলে, ছাত্র থাকবে না। ছাত্র না থাকলে, খিচুড়ি হবে না। খিচুড়ি না হলে, সময় টিভির ধান্দা হবে না। আপনারাও উত্তেজনার অভাবে মেন্দা মাইরা যাইবেন। দি এন্ড কইলাম আগেই বইলা দিছি। শিরোনাম দেখেই উত্তেজিত হওয়া, আপনাকে রেইপে উৎসাহিত করতে পারে। খবর পুরোটা পড়ুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়