শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩২টি মন্ত্রণালয় থেকে ডিএনসিসির পাওনা ৫৮ কোটি টাকা

সুজিৎ নন্দী: [২] বছরের পর বছর হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না সরকারের নানা প্রতিষ্ঠান। ৩২টি মন্ত্রণালয় থেকে ডিএনসিসির পাওনা ৫৮ কোটি টাকা। কর দিচ্ছে না ইউনাইটেড হাসপাতাল, উত্তরা স্কুল অ্যান্ড কলেজের মতো বেশ কিছু বড় বেসরকারি প্রতিষ্ঠানও। তারা আদালতে মামলা করায় আটকে আছে ৫৫ কোটি টাকা। এ অবস্থায় উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলেন, এসব প্রতিষ্ঠানকে এবার কর দিতে বাধ্য করা হবে।

[৩] ডিএনসিসি সূত্র জানায়, উত্তর সিটির রাজস্ব বিভাগের নথি বলছে দীর্ঘদিন হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না ইউনাইটেড হাসপাতাল। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় সাড়ে ২৫ কোটি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেশি ট্যাক্স ধার্য করেছে সিটি করপোরেশন, তাই আদালতে আপিল করেছেন তারা।

[৪] একই অবস্থা উত্তরা স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল, তিতুমীর কলেজসহ আরো কিছু বড় প্রতিষ্ঠানের। এদের অনেকেই বেশি করের অজুহাতে গেছেন আদালতে। সেখানে আটকে ৫৫ কোটি টাকা।

[৫] শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয়, বছরের পর বছর হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না সরকারের নানা প্রতিষ্ঠান। এরমধ্যে সবচেয়ে বেশি বকেয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে, পরিমাণ ১৬ কোটি ৭৯ লাখ টাকা। গৃহায়ন ও গণপ‚র্তের কাছে পাওনা ১৫ কোটি ১৬ লাখ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৪৭ লাখ টাকা।

[৬] এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানান, করদাতা ও গ্রহীতাকে আরও উদ্যোগী হওয়ার উচিত। তবে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলছেন, এরই মধ্যে করের পরিধি বাড়াতে চলছে জোর অভিযান। কর আদায়ে এবার প্রয়োজনে আরও কঠোর হবে ডিএনসিসি।
[৭] সূত্র জানায়, পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ডিএসিসির অভিযানে ৬ হাজার ভবন পরিদর্শন করা হয়েছে। যেখানে প্রায় এক হাজার ভবন ও সাড়ে নয়শো ব্যবসা প্রতিষ্ঠানকে নতুন করে করের আওতায় আনা হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়