লিহান লিমা: [২] সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফর করেছেন বেলারুশের একনায়ক আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এদিন নির্বাচনে কারচুপির জন্যে লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে রাজধানী মিনস্কের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে লাখো মানুষ। ইউরোনিউজ।
[৩] বেলারুশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, শুধুমাত্র মিনস্কেই ৫’শ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলারুশজুড়ে এদিন প্রায় ৭৭৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স
[৪] গত ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কো ষষ্ঠবারের মতো বিজয়ী হওয়ার ঘোষণা আসতেই পূর্ব ইউরোপের এই দেশটির জনগণ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। প্রায় ৩০ বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা লুকাশেঙ্কোর প্রতি ক্রেমলিনের সমর্থন রয়েছে। পুতিনকে লুকাশেঙ্কো ‘বড় ভাই’ বলে সম্প্রতি সম্বোধন করেছেন।
[৫] তাই পুতিনের সঙ্গে এই বৈঠক লুকাশেঙ্কোকে ক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে কি না তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। এদিকে প্রতিবেশি লিথুয়ানিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বিরোধী দলীয় নেত্রী শ্বেতলানা তিখানোভস্কায়া ‘গণতান্ত্রিক অভুত্থানের’ ডাক দিয়েছেন। লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞারোপ করেছে ইউরোপিয় ইউনিয়ন। এই পরিস্থিতিতে লুকাশেঙ্কো ক্ষমতায় থাকলে বেলারুশ প্রায় দীর্ঘকালের জন্য রাশিয়ার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্পাদনা: ইকবাল খান