শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরি স্থায়ীকরণ দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের আন্দোলন কর্মসূচী ঘোষণা

শরীফ শাওন: [২] প্রকল্পটির কর্মীদের চাকুরি স্থায়ীকরণ এবং মেয়াদ শেষ হওয়া সকল কর্মীর পুনর্বহালসহ অন্যান্য দাবিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীতে রয়েছে, অক্টোবর মাসব্যাপী জেলা ও বিভাগীয় কনভেনশন, ঢাকার শাহাবাগে সংহতি সমাবেশ ৪ নভেম্বর, জেলায় জেলায় বিক্ষোভ ১৬ নভেম্বর ও ঢাকায় মহাসমাবেশ ২৮ নভেম্বর।

[৩] সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় ও শ্রেণি-পেশার নেতৃবৃন্দের অংশগ্রহণে লিখিত বক্তব্যে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

[৪] বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ জাতির সঙ্গে মহাপ্রতারণা ভিন্ন আর কিছু নয়। প্রকল্পটি কেবলমাত্র লোক দেখানো ও প্রহসনমূলক, এর জ্বলজ্যান্ত প্রমান পুনরায় বেকার হওয়া ২ লক্ষাধিক কর্মী।

[৫] তিনি বলেন, এসকল কর্মীরা শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্থ হয়নি তারা সামাজিকভাবেও নিগৃহীত হয়েছে।

[৬] সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জাতির ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা এর উপযুক্ত জবাব পাবে। প্রতারিত যুবকদের ক্রোধ বড় ভয়ঙ্কর হয়। আজ যারা চাকুরির জন্য হাত পেতেছে কাল সে হাত মুষ্ঠিবদ্ধ হবে।

[৭] ক্বাফী রতন বলেন, দেশে যেখানে একজন সরকার দলীয় ছাত্রনেতা ২ হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হন, সেখানে বছরে মাত্র সাড়ে চারশত কোটি টাকা হলেই ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরি স্থায়ী করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়