শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরি স্থায়ীকরণ দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের আন্দোলন কর্মসূচী ঘোষণা

শরীফ শাওন: [২] প্রকল্পটির কর্মীদের চাকুরি স্থায়ীকরণ এবং মেয়াদ শেষ হওয়া সকল কর্মীর পুনর্বহালসহ অন্যান্য দাবিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীতে রয়েছে, অক্টোবর মাসব্যাপী জেলা ও বিভাগীয় কনভেনশন, ঢাকার শাহাবাগে সংহতি সমাবেশ ৪ নভেম্বর, জেলায় জেলায় বিক্ষোভ ১৬ নভেম্বর ও ঢাকায় মহাসমাবেশ ২৮ নভেম্বর।

[৩] সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় ও শ্রেণি-পেশার নেতৃবৃন্দের অংশগ্রহণে লিখিত বক্তব্যে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

[৪] বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ জাতির সঙ্গে মহাপ্রতারণা ভিন্ন আর কিছু নয়। প্রকল্পটি কেবলমাত্র লোক দেখানো ও প্রহসনমূলক, এর জ্বলজ্যান্ত প্রমান পুনরায় বেকার হওয়া ২ লক্ষাধিক কর্মী।

[৫] তিনি বলেন, এসকল কর্মীরা শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্থ হয়নি তারা সামাজিকভাবেও নিগৃহীত হয়েছে।

[৬] সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জাতির ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা এর উপযুক্ত জবাব পাবে। প্রতারিত যুবকদের ক্রোধ বড় ভয়ঙ্কর হয়। আজ যারা চাকুরির জন্য হাত পেতেছে কাল সে হাত মুষ্ঠিবদ্ধ হবে।

[৭] ক্বাফী রতন বলেন, দেশে যেখানে একজন সরকার দলীয় ছাত্রনেতা ২ হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হন, সেখানে বছরে মাত্র সাড়ে চারশত কোটি টাকা হলেই ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরি স্থায়ী করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়