শরীফ শাওন: [২] প্রকল্পটির কর্মীদের চাকুরি স্থায়ীকরণ এবং মেয়াদ শেষ হওয়া সকল কর্মীর পুনর্বহালসহ অন্যান্য দাবিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীতে রয়েছে, অক্টোবর মাসব্যাপী জেলা ও বিভাগীয় কনভেনশন, ঢাকার শাহাবাগে সংহতি সমাবেশ ৪ নভেম্বর, জেলায় জেলায় বিক্ষোভ ১৬ নভেম্বর ও ঢাকায় মহাসমাবেশ ২৮ নভেম্বর।
[৩] সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় ও শ্রেণি-পেশার নেতৃবৃন্দের অংশগ্রহণে লিখিত বক্তব্যে এ কর্মসূচী ঘোষণা করা হয়।
[৪] বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ জাতির সঙ্গে মহাপ্রতারণা ভিন্ন আর কিছু নয়। প্রকল্পটি কেবলমাত্র লোক দেখানো ও প্রহসনমূলক, এর জ্বলজ্যান্ত প্রমান পুনরায় বেকার হওয়া ২ লক্ষাধিক কর্মী।
[৫] তিনি বলেন, এসকল কর্মীরা শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্থ হয়নি তারা সামাজিকভাবেও নিগৃহীত হয়েছে।
[৬] সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জাতির ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা এর উপযুক্ত জবাব পাবে। প্রতারিত যুবকদের ক্রোধ বড় ভয়ঙ্কর হয়। আজ যারা চাকুরির জন্য হাত পেতেছে কাল সে হাত মুষ্ঠিবদ্ধ হবে।
[৭] ক্বাফী রতন বলেন, দেশে যেখানে একজন সরকার দলীয় ছাত্রনেতা ২ হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হন, সেখানে বছরে মাত্র সাড়ে চারশত কোটি টাকা হলেই ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরি স্থায়ী করা সম্ভব।