মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ [২] রোববার বিকেলে র্যাব-১১ এর অভিযানে ইয়াবা জব্দ ও মাদক ব্যবসায়ী আটকের ঘটনা ঘটে।
[৩] কুমিল্লা র্যাব ১১ এর কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, একটি আভিযানিক দল বিকালে জেলার সদর দক্ষিণ থানাধীন লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করা হয়। এ সময় পিকআপে ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৫০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
[৪] গ্রেফতারকৃতরা চাঁদপুর জেলার কচুয়া থানার চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মোঃ রবিউল ইসলাম রবি (৪০), চাঁদপুর জেলার কচুয়া থানার উজান সিনিয়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মোঃ সাঈদ হোসেন(২৬)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি ও জব্দ করা হয়।
[৫] গ্রেফতারকৃত আসামীরা জানান, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ