শাহানুজ্জামান টিটু : [২] জাতীয় সংসদের উপ নির্বাচনে তফশিল ঘোষিত দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা-১৮ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। শনিবার রাতে দলের মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎ নেয়ার একদিন পর এই ঘোষণা দেয়া হয়েছে।
[৩] এরআগে শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন উপ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। ভেতরে যখন প্রার্থীদের ভার্চূয়াল মাধ্যমে সাক্ষাৎকার চলছে তখন কার্যালয়ের বাইরে দুই প্রার্থীর সর্মথকদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এতে আহত হন কয়েকজন।
[৪] ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিন আহম্মেদ ও এসএম জাহাঙ্গীরের কর্মী-সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুদ্ধ হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা। এই ঘটনায় কারা জড়িত তাদেরকে খুঁজের বের করতে তদন্ত কমিটি গঠনের নিদের্শ দেন তারেক রহমান। শান্তিপূর্ণ অবস্থান হঠাৎ করে সংঘর্ষে পরিণত হওয়ার কারণে ঢাকা-১৮ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত ঘোষণা থেকে সরে আসেন দলের হাইকমাণ্ড। সূত্র জানায়, গভীর রাত পর্যন্ত দলের নীতিনির্ধারকরা বৈঠক করে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন।