বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২
সময়
কখনো আকাশের, কখনো কখনো সে
বাতাসের সাথে যায় উড়ে ...
এরই মাঝে সাথী হয় প্রেম, ভালবাসা সুখে ও দু:খে ।
পরে চলে যায় অভিমানে দূরে বহুদূরে.....
তার ঠিকানা নাহি পাই !
সময়, তাকে দিও বলে
সে যেন না আসে আর গোলাপের বনে ।।