শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়ে ফের প্রশ্ন তুললেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] ফক্স নিউজের কাছে দেয়া এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেন সম্পর্কে বলেন আমি শুনেছি আইডেন ড্রাগ নেন। এবং এজন্যে তার পরীক্ষা জরুরি। তবে বাইডেন তাকে ও ট্রাম্পের দিকে মার্কিন নাগরিকদের তাকিয়ে দেখতে বলেছেন এবং বলেন দুজনের চেহার দিকে তাকালেই তাদের কাছে পরিস্কার হয়ে যাবে কে মানসিকভাবে সুস্থ ও সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। ডেইলি মেইল

[৩] ট্রাম্পের বাইডেনের বিরুদ্ধে এধরনের মানসিক সক্ষমতা ও স্ট্যামিনা নিয়ে বারবার অভিযোগ বেশ শক্তভাবেই প্রত্যাখান করেছেন ডেমোক্রেট নেতা। কিন্তু ট্রাম্প ফের ফক্স নিউজকে বলেন সম্ভবত ড্রাগ নেন বাইডেন। আমি শুনেছি। হোয়াইট হাউসে ফক্সের নারী সাংবাদিক জিয়ানাইন পিরোর কাছে এধরনের বক্তব্য দেন ট্রাম্প। বলেন আমি লক্ষ্য করেছি মঞ্চে বাইডেনকে মনে হয় তিনি আর সামনে আগাতে পারবেন না। অথচ মঞ্চের সামনে ভিন্ন ধরনের অনেক মানুষ।

[৪] সাংবাদিক জিয়ানাইনকে ট্রাম্প বলেন আমি আপনাকে এটুকু বলতে পারি মঞ্চে বাইডেনের তুলনায় বরং আমি বেশ সাবলীল। বাইডেন অযোগ্য না হলেও অদক্ষ। তবে বার্নির বিপরীতে তিনি ছিলেন স্বাভাবিক।

[৫] তবে বিতর্কের সময় বাইডেন কিছুটা হোঁচট খেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন যা তার সমালোচকদের মন জয় করেছে।

[৬] এধরনের ১০টি বিতর্কের পর ইউগভ জরিপ বলে ২৬ শতাংশ মানুষ মনে করে বাইডেনের চেয়ে বরং বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে সহজে পরাজিত করতে পারেন। ২১ শতাংশ বলেন বাইডেনই যথার্থ প্রার্থী। আর ১২ শতাংশ মত দেন এলিজাবেথ ওয়ারেনের পক্ষে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়