রাহুল রাজ : [২] টসে হেরে প্রথমে ব্যাটিং করে ম্যাক্সওয়েরের ৭৭ ও মার্সের ৭৩ রানে ভর করে ইংল্যান্ডের এই মাঠের সর্বচ্চো ২৯৫ রান তুলতে সক্ষম হয়।
[৩] আর্চার ও উড ৩টি করে উইকেট নিজেদের নামরে পাশে যুক্ত করেছে। অস্ট্রেলিয়ার শুরু মোটেই ভাল ছিল না। দলীয় ৪ রানের অস্ট্রেলিয়া নিজেদের প্রথম উইকেট হারায়।
[৪] ১২৩ রান তুলতেই সাজ ঘরের পথ ধরে ৫ অজি ব্যাটসম্যান।
[৫] এর পরে ম্যাক্সওয়েল ও মার্সের শতরানের জুটিতে বড় রানের ভিত পায় অস্ট্রেলিয়া।