মাহফুজ নান্টু: [২] কুমিল্লায় পৌনে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আজ শুক্রবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুরে এ অভিযান পরিচালিত হয়।
[৩] র্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩,৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
[৪] গ্রেফতারকৃতরা হলেন জেলার দেবিদ্বার থানার চুলাস গ্রামের - মৃত আবু ইউছুফ ভূইয়ার ছেলে মো. খোরশেদ আলম ভূইয়া (৪২) ও মাগুড়া সদর থানার ধর্মদা টুপিপাড়া গ্রামের মৃত- আইয়ুব সরদার এর ছেলে মো. সুজন সরদার(২৪)।
[৫] প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সম্পাদনা: সাদেক আলী