ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি: [২] সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের একটি শপে সেল আহ্বান করে মাত্রাতিরিক্ত লােক সমাগম সৃষ্টি করায় শপটি সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন ও ইকোনমিক ডিপার্টমেন্ট।
[৩] বুধবার (৯ সেপ্টেম্বর) দুবাইয়ে একটি শপে জিনিসপত্রে বিশেষ ছাড় দিলে ক্রেতাদের উপচে পড়া ভীড় সৃষ্টি হয়। এতে করে করােনার সংক্রমণ প্রতিরােধের কর্মসূচিতে প্রভাব পড়ে। শপিং মলে প্রতি ক্রেতাদের মধ্যে অন্তত ২ মিটার দূরত্ব রাখার আইনটি অমান্য হয়ে যায়।
[৪] স্থানীয় প্রশাসন ও ইকনমিক ডিপার্টমেন্ট কর্মকর্তাদের যৌথ অভিযানে শপটিকে বন্ধ করে দেয়ার পাশাপাশি ৫০ হাজার দিরহাম ( প্রায় ১১ লাখ টাকা ) জরিমানা করা হয়। সম্পাদনা: হ্যাপি