জাকিন আকন: [২] তাড়াশে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক মাদক সেবী মল্লিক উড়াও (৪৫) কে আটক করে ভ্রামামাণ আদালতে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে ।
[৩] জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু আবদুল্লাহ জাহিদ এর নেতৃত্বে তাড়াশ উপজেলার মাধাইনগর ্ইউনিয়নের মাধাইনগর গ্রামে অভিযান পরিচালনা করে মাধাইনগর গ্রামের মৃত হিরা লালের ছেলে মাদক সেবী মল্লিক উড়াও (৪৫) কে ২ লিটার চোলাই মদসহ আটক করেন।
[৪] পরে বিকেল সাড়ে ৫ টায় তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. ওবায়দুল্লাহ কার্য়ালয়ে হাজির করে ভ্রামামান আদালতে মাদক সেবী মল্লিক উড়াও কে ৭ দিনের সাজা প্রদান করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী