ফাহমিদা তিশা : বিশ্বব্যাংক বলেছে, এই ঋণ কেনিয়ার উত্তরাঞ্চলে ৩.১ লাখ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। সিনহুয়া এধরনের প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক আরো বলেছে, ডিজিটাল যোগাযোগ বৃদ্ধি ছাড়াও সামাজিক খাতে ব্যবহার করা হবে। কেনিয়ার হর্ন অফ আফ্রিকা গেটওয়ে ডেভেলপমেন্ট নামে এ প্রকল্পের মেয়াদ ৬ বছর।
ঋণ সংশ্লিষ্ট বিশ্বব্যাংক কর্মকর্তা দেবোরা ওয়েটজেল বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে কেনিয়ার ওই অঞ্চলের যোগাযোগ ঘাটতি পূরণ হবে এবং দেশটিতে মানব উন্নয়ন বৃদ্ধি পাবে।
একই সঙ্গে এধরনের প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে কেনিয়া এ বছরেই নিম্নমধ্যম থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হওয়ার যে চেষ্টা করছে সেখানে অনেকখানি এগিয়ে যাবে।