নূর মোহাম্মদ: [২] সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রকৌশলী জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশ যাওয়ার ওপর দুদক নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের করা পাঁচটি রিটের প্রেক্ষিতে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ নিষেধাজ্ঞা স্থগিত করেন। তবে বিদেশ থেকে ফিরে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে তাদের।
[৩] এছাড়া, যে ব্যাংক হিসাবের মধ্যে জাওয়েদ আলম পেনশনের টাকা প্রাপ্ত হবেন তা অবমুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে জাওয়েদ আলম দম্পতির সম্পদের হিসাব চেয়ে দু’দফা নোটিশ দেয় দুদক। পরে তারা সম্পদের হিসাব বিবরণী দাখিলও করেন।
[৪] এদিকে, দুদক গত জানুয়ারিতে জাওয়েদ দম্পতির বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর দুদকের আবেদনে গত ২৭ জানুয়ারি স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। সম্পাদনা : রায়হান রাজীব