শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ শুটিংয়ে বলা হলো চুম্বনের দৃশ্য যোগ করা হয়েছে: সমীরা

বিনোদন ডেস্ক : বলিউডে বহুবার বিভিন্ন সময় উঠে এসেছে কাস্টিং কাউচ প্রসঙ্গ। এক সময় বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী সমীরা রেড্ডি। ইন্ডাস্ট্রিতে আসার প্রথম দিকে বেশ কিছু অভিজ্ঞতা হয় তার।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে কাস্টিং কাউচ সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন সমীরা। ক্যারিয়ারের প্রথম দিকে এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি।

তিনি বলেন, আমি ছবিটিতে অভিনয় করছিলাম এবং হঠাৎ আমাকে বলা হল যে একটি চুম্বনের দৃশ্য যোগ করা হয়েছে। প্রথমে এই দৃশ্যটি ছিল না। তাই পরে দৃশ্যটি যোগ করার আমার অসুবিধা হয়েছিল।

ছবির নির্মাতারা তখন আমাকে বোঝানোর জন্য বলেছিলেন, তুমি তো মুসাফির ছবিতেও এটা করেছো। আমি বলেছিলাম, তার মানে এটা নয় যে, আমি সব ছবিতেই করব। এরপরে সে নির্মাতা আমায় বলেছিলেন বিষয়টি দেখো এবং মনে রেখো তুমি কিন্তু ছবি থেকে বাদ পড়তে পারো।

আরো একটি ঘটনার কথা শেয়ার করেছেন তিনি। এক পুরুষ অভিনেতা সমীরাকে একঘেঁয়ে এবং অমিশুক বলে ডেকেছিলেন। সমীরা বলছেন, একজন অভিনেতা আমায় বলেছিলেন, ‌তুমি খুব অমিশুক। তুমি মজা করতে পারো না। আমি জানি না তোমার সঙ্গে আগামিতে আর কোনো ছবিতে অভিনয় করব কিনা।

এরপরে আমি আর তার সঙ্গে কোনো ছবিতে অভিনয় করিনি। পুরো খেলাটাই সাপলুডুর মতো। তাই একজনকে জানতে হবে যে সাপেদের চারপাশ দিয়ে ঘুরে বেরিয়ে নিজের রাস্তা কি করে তৈরি করতে হয়। শুটিং হয়ে গেলে আমি কখনোই আমার সহ-অভিনেতা দের সঙ্গে পার্টি করতাম না। বা বেড়াতেও যেতাম না। তার চেয়ে বরং আমি বাড়ি ফিরে টিভি দেখতাম। আমি সেভাবে কখনই মানুষের সঙ্গে মিশিনি। জানি এই গুলি ছবিতে কাজ পেতে অনেকটাই সাহায্য করে। আমার এই নিয়ে কোনো সমস্যা নেই। এই ইন্ড্রাস্ট্রি এভাবেই চলে।

সমীরা আরো একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, চেহারার জন্য তাকে বলিউডে বহু কথা শুনতে হয়েছে। বলিউডের টিকে থাকার তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়