শাহানুজ্জামান টিটু : [২] নাগরিক ঐক্যের আহবায়ক আরও বলেন, সরকার নিজেদের দায় এড়াতে এবং অযোগ্য, দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা করতে এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে।
[৩] মান্না বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণকে দুর্ঘটনা বলা যায় না। গ্যাস লিকেজের ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ তিতাসকে জানানোর পরও ৫০ হাজার টাকা ঘুষ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেয়নি।
[৪] তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিতাসের এই অব্যবস্থাপনার দায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এই দায় সরকারের।
[৫] মান্না বলেন, যখনই কোনো অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা সামনে আসে, তখনই কিছু কর্মকর্তা-কর্মচারীদের ঘাড়ে সেই দায় চাপিয়ে সরকারের ব্যর্থতা আড়ালের চেষ্টা করা হয়।
[৬] সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার জনগণ থেকে বিচ্ছিন হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায় তাদের নিতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব