শিরোনাম
◈ সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ ◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক নির্মূলে কাউকে ছাড় দেয়া হবে না: ডিআইজি মো: হাবিবুর রহমান

সোহেল হোসাইন: [২] মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু পুলিশ নয় সমাজের সকলকে এবং পরিবারের সদস্যদেরও এগিয়ে আসতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অবশ্যই এই দেশ ও সমাজ থেকে মাকদসেবী ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করা সম্ভব।

[৩] সোমবার মানিকগঞ্জে দেশের প্রথম মাদকাসক্ত ও নিরাময় পূনর্বাসন কেন্দ্রের জমি পরিদর্শন শেষ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন, ঢাকা রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক(ডিআইজি) মো: হাবিবুর রহমান (পিপিএম)

[৪] তিনি আরও বলেন, মাদকসেবীদের পূর্নবাসন করার জন্য সারাদেশে একটি করে মাদক নিরাময় কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে বাঘিয়া এলাকায় বিল চর পাকসিয়া এলাকায় হবে দেশের প্রথম মাদক নিরাময় কেন্দ্র। এই এলাকা হবে মানিকগঞ্জের প্রথম মাদকমুক্ত একটি গ্রাম। এজন্য অত্র এলাকা, ইউনিয়ন, উপজেলা ও জেলার সকল সচেতন ব্যক্তিদেরকে পুলিশে সাথে একযোগে কাজ করতে হবে। তাহলেই মাদকমুক্ত একটি গ্রাম ও সমাজ এবং আইনের শাসন প্রতিষ্ঠতি হবে বলেও জানান ডিআইজি।

[৫] মতবিনিময়কালে ডিআইজি মাদকাসক্তদের পূণর্বাসন ও নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সেচ্ছায় ৮২ শতাংশ জমি দান করা ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়