শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক নির্মূলে কাউকে ছাড় দেয়া হবে না: ডিআইজি মো: হাবিবুর রহমান

সোহেল হোসাইন: [২] মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু পুলিশ নয় সমাজের সকলকে এবং পরিবারের সদস্যদেরও এগিয়ে আসতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অবশ্যই এই দেশ ও সমাজ থেকে মাকদসেবী ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করা সম্ভব।

[৩] সোমবার মানিকগঞ্জে দেশের প্রথম মাদকাসক্ত ও নিরাময় পূনর্বাসন কেন্দ্রের জমি পরিদর্শন শেষ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন, ঢাকা রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক(ডিআইজি) মো: হাবিবুর রহমান (পিপিএম)

[৪] তিনি আরও বলেন, মাদকসেবীদের পূর্নবাসন করার জন্য সারাদেশে একটি করে মাদক নিরাময় কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে বাঘিয়া এলাকায় বিল চর পাকসিয়া এলাকায় হবে দেশের প্রথম মাদক নিরাময় কেন্দ্র। এই এলাকা হবে মানিকগঞ্জের প্রথম মাদকমুক্ত একটি গ্রাম। এজন্য অত্র এলাকা, ইউনিয়ন, উপজেলা ও জেলার সকল সচেতন ব্যক্তিদেরকে পুলিশে সাথে একযোগে কাজ করতে হবে। তাহলেই মাদকমুক্ত একটি গ্রাম ও সমাজ এবং আইনের শাসন প্রতিষ্ঠতি হবে বলেও জানান ডিআইজি।

[৫] মতবিনিময়কালে ডিআইজি মাদকাসক্তদের পূণর্বাসন ও নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সেচ্ছায় ৮২ শতাংশ জমি দান করা ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়