শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মদিনের উপহার হুইস্কি বিক্রি করে বাড়ি কিনবে ছেলে

হ্যাপি আক্তার : [২] যুক্তরাজ্যের একজন পিতা তার ছেলের জন্মদিনে প্রতিবছর ১৮-বছরের-পুরনো একটি করে হুইস্কি উপহার দিয়েছেন। ২৮ বছর ধরে জমা হওয়া হুইস্কি বিক্রি করে সেই অর্থ দিয়ে এখন বাড়ি কেনার পরিকল্পনা করছে ছেলে।

[৩] যুক্তরাজ্যের টনটনের ম্যাথু রবসনের জন্ম হয়েছে ১৯৯২ সালে। সেই বছর থেকে শুরু করে পরের প্রতি বছর তার পিতা পেট তাকে একটি করে হুইস্কির বোতল উপহার দিয়েছেন। তার ২৮তম জন্মদিন পর্যন্ত পাওয়া ২৮টি বোতলের দাম পড়েছে ৫ হাজার পাউন্ড (৫ লাখ ৬০ হাজার টাকা)। সেসব বোতলের এখন বাজার মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার পাউন্ড (প্রায় ৪৫ লাখ টাকা)। সেগুলো এখন বিক্রির জন্য তোলা হয়েছে।

[৪] এখন ২৮ বছরের যুবক ম্যাথু রবসন বলছেন, একটা ছোট শিশুর জন্য হয়তো এটা সেরা কোন উপহার ছিল না, বিশেষ করে যেখানে কড়াকড়ি নির্দেশনা দেয়া ছিল যে, কখনোই এসব বোতল খোলা যাবে না।'প্রতিবছর জন্মদিনের এটি আমি জন্মদিনের উপহার হিসাবে পেতাম,'' ম্যাথু বলছেন, ''এটা আমার কাছে অদ্ভুত লাগতো, যেহেতু তখনো আমার মদ্যপানের বয়স হয়নি। তবে আমার ওপর কড়াকড়ি নির্দেশনা দেয়া ছিল, কখনোই, কোনভাবেই এসব বোতল খোলা যাবে না। আমি কঠোরভাবে নিজেকে দমিয়ে রেখেছি, সবগুলো বোতলই অক্ষত রয়েছে।

[৫] ম্যাথু রবসনের বাবা স্কটল্যান্ডের মিলনাথোর্টের বাসিন্দা পেট বলেন, ১৯৭৪ সালে তৈরি হুইস্কির প্রথম বোতলটি কেনা হয় শিশুর জন্মদিন উদযাপনের অংশ হিসাবে। তখন আমি ভাবলাম, প্রতি বছর যদি আমি এভাবে ১৮-বছরের-পুরনো হুইস্কির একটা করে বোতল কিনি, তাহলে তার ১৮তম জন্মদিনে ১৮-বছরের-পুরনো আঠারোটা বোতল হবে। একটু ভিন্ন ধরণের উপহার হিসাবে এগুলো দেয়া হয়েছিল। তবে কিছুটা ভাগ্য বলা যেতে পারে যে, আমরা উপহার দেয়াটা চালিয়ে গেছি।''

[৬] বিশেষজ্ঞরা বলছেন, সেই সময় থেকেই ম্যাকালান হুইস্কি সংগ্রহের তালিকায় উঠে আসে। আশা করা হচ্ছে, এসব হুইস্কি বিক্রি করে ম্যাথু ৪০ হাজার পাউন্ড পেতে পারেন। সেই টাকা তিনি বাড়ি কিনতে প্রাথমিক জমা হিসাবে দিতে পারবেন।

[৭] গত পাঁচ-দশ বছরের মধ্যেই ম্যাকালান হুইস্কির মূল্য রাতারাতি বেড়ে গেছে। এ ধরণের বোতলের বিশাল সংগ্রহ এটি কিনতে ক্রেতাদের উদ্বুদ্ধ করবে। এর মধ্যেই এসব পণ্যের প্রতি গ্রাহকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে, বিশেষ করে নিউইয়র্ক এবং এশিয়ার ক্রেতাদের কাছ থেকে। সূত্র : বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়