শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘হরভজন খেলবেন না, তার জায়গায় বাংলাদেশের মিরাজকে ভাবছে চেন্নাই সুপার’

স্পোর্টস ডেস্ক : [২]আইপিএলে চেন্নাই সুপার কিংসে হরভজন সিংয়ের জায়গায় সম্ভাব্য হিসেবে তিনজন ভারতীয় এবং তিনজন বিদেশি ক্রিকেটারের নাম বলেছেন টিম ইন্ডিয়ার সাবেক খেলোয়াড় আকাশ চোপড়া। এর মধ্যে একজন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

[৩] নিজের ইউটিউব চ্যানেলে সোমবার আকাশ বলেন, এই ছয়জনের ভেতর থেকে যেকোনো একজনকে চেন্নাই নিতে পারে। বিদেশিদের মধ্যে আকাশের প্রথম পছন্দ ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। এরপর অস্ট্রেলিয়ার নাথান লায়ন।

[৪] লায়নের পরে অফস্পিনার মিরাজকে নির্বাচনের যুক্তি দিতে গিয়ে আকাশ বলেন, তিন নম্বরে আমি মেহেদী হাসান মিরাজের কথা বলবো। উচ্চতায় একটু খাটো, কিন্তু দারুণ একজন খেলোয়াড়। তিনি ব্যাট ভালো করেন। ভালো নিয়ন্ত্রণ আছে। আমার মনে হয় সিএসকের জন্য বেশ উপযুক্ত হবেন। আকাশ এই তিনজনের বিষয়ে ধোনির দলকে পরামর্শ দিলেও এই মুহূর্তে কাউকে নেয়ার উপায় নেই। কারণ তারা বিদেশি কোটার আটজনকেই ইতিমধ্যে নিয়ে ফেলেছে।

[৫] হরভজন ব্যক্তিগত কারণ দেখিয়ে এ বছর আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যম জানায়, ভাজ্জির মা অসুস্থ।

[৬] এরপর টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ এগিয়ে আসলেও প্রথমে চেন্নাইয়ে দলের প্রস্তুতি শিবিরে এবং পরে দুবাইয়ে দলের সঙ্গে যোগ না দেওয়ায় তারকা স্পিনারকে নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে গত শুক্রবার সিএসকে ম্যানেজমেন্টকে ৪০ বছর বয়সী স্পিনার জানিয়ে দেন, তিনি এবারের আইপিএলে অংশ নেবেন না। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়