মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের মুলতবী অধিবেশন আজ সকাল ১১ টায় আবার শুরু হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
[৩] শুরুতে স্পীকার আজকের দিনের কার্যসূচিতে রয়েছে, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, ৭১ বিঁধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল -২০২০সহ ৫টি বিল সর্ম্পকিত স্থায়ী কমিটির রিপোর্ট উত্থাপন এবং আইন প্রণয়ন কার্যাবলী পড়ে শোনান। তবে তিনি বলেন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উত্থাপিত হয়েছে। ৭১ বিঁধিতে জনগুরুত্বপূর্ণ মনোযোগ নোটিশ নিষ্পত্তি স্থগিত রাখা হয়েছে। এখন স্থায়ী কমিটির রিপোর্ট উত্থাপিত হবে। স্থায়ী কমিটির রিপোর্ট পেশ চলছে।
[৪] এদিকে, সংসদের রেওয়াজ অনুযায়ী সংসদ সদস্য থাকা অবস্থায় কোনো সদস্য মৃত্যুবরণ করলে শোক প্রস্তাব গ্রহণের পর সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত করে সংসদের বৈঠক মূলতবী করা হয়। সে রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন গতকাল রবিবার শোক প্রস্তাব পাসের পর আজ সোমবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত নবম অধিবেশনের বৈঠক মূলতবী করেন স্পীকার।
[৫] জাতীয় সংসদের প্রয়াত ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনের প্রয়াত সংসদ সদস্য মো: ইসরাফিল আলম এবং ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শ্রী প্রণব মুখার্জিকে নিয়ে আনীত শোক প্রস্তাবের উপর গতকাল রবিবার সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়।
[৬] এছাড়াও তিনজন সাবেক মন্ত্রী, দুইজন সাবেক প্রতিমন্ত্রী, একজন সাবেক হুইপ, একজন সাবেক এমএনএ ও আটজন সাবেক সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশ-বিদেশে দুর্ঘটনায় হতাহতদের স্মরণেও শোক প্রস্তাব আনা হয়। মৃত্যুবরণকারী সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবগুলো গৃহীত হয়।
[৭] জানা গেছে, জাতীয় সংসদের নবম অধিবেশনে ১৪টি সরকারি বিল পাসের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি এবং উত্থাপনের অপেক্ষায় ৩টি।
[৮] সূত্র জানায়, নবম অধিবেশনে বেসরকারি সদস্যদের নিকট হতে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। একাদশ জাতীয় সংসদে ৮ম অধিবেশন পর্যন্ত প্রাপ্ত ৭টি বিলের নোটিশ অনিষ্পন্ন রয়েছে।
[৯] এছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য ২৭টি ও সাধারণ (তারকা চিহ্নিত ও তারকা চিহ্নবিহীন) প্রশ্ন ৬৬১টি পাওয়া গেছে।