শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সার সুয়ারেজ ও ভিদালকে অনুশীলনে আলাদা করে দিয়েছেন কোম্যান

স্পোর্টস ডেস্ক: [২] আর্তুরো ভিদাল ও লুইস সুয়ারেজের বার্সেলোনা ছেড়ে দেওয়ার আভাস আরও স্পষ্ট হয়েছে। শনিবার দলের নিয়মিত অনুশীলনে এই দুজনকে আলাদা করে দিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান।

[৩] এমন খবরই দিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবপোর্টাল ইএসপিএন। সংবাদ মাধ্যমটি জানায় ৩৩ বছর বয়েসী সুয়ারেজ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিতে রাজি হয়েছেন। ভিদালের কথা চলছে ইন্টার মিলানের সঙ্গে।

[৪] বার্সালোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান সিদ্ধান্ত নিয়েছেন, ফিটনেস কোচের অধীনে এই দুজনকে আলাদা অনুশীলন করতে হবে। তাতে তাদের ক্লাব ছাড়ার ব্যাপার আরও পোক্ত হয়ে গেছে।

[৫] চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর চাকরি হারান কোচ কিকে সেতিয়েন। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েই সুয়ারেজ ও ভিদাল তার পরিকল্পনায় নেই বলে জানিয়ে দেন কোম্যান।

[৫] ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওলেন মেসির ঘনিষ্ঠ বন্ধ সুয়ারেজকে মাত্র কয়েক সেকেন্ডের একটা ফোন কলে নতুন ক্লাব খুঁজতে বলে দেন তিনি। বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েও সুয়ারেজকে এভাবে বিদায় বলে দেওয়া নিয়ে হয়েছে সমালোচনা। মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্তের পেছনে সুয়ারেজকে বিদায় বলে দেওয়ার ধরণও একটি কারণ বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছিল।

[৬] সূত্র জানায়, ভিদাল আরেক মৌসুম বার্সেলোনায় টিকে যাওয়ার কথা ছিল। কিন্তু বায়ার্নের বিপক্ষে ওই হার তার ন্যু ক্যাম্পে সমাপ্তির পথ তরান্বিত করছে। সাবেক গুরু অ্যান্তনিও কন্তের সঙ্গে যোগাযোগ করে ভিদাল সিরি আ তে ফিরছেন বলে খবর শোনা যাচ্ছে।

[৭] গেল সপ্তাহে বার্সেলোনা ছেড়ে চার বছরের চুক্তিতে সেভিয়ায় ফেরত যান মিডফিল্ডার ইভান রাকিটিচ। ইএসপিএন জানায়, রাকিটিভ আর ভিদালের বদলি হিসেবে লিভারপুল থেকে জর্জিনিও ভিনালদামের দিকে নজর দিয়েছেন কোম্যান।

[৮] নতুন দায়িত্ব নিয়ে কোম্যান পরের মৌসুমে যাদের ভবিষ্যৎ নেই তাদের যাওয়ার পথ করে দিতে উদ্যোগ নিয়েছেন। ৩০ পেরুনো খেলোয়াড়দের ছেঁটে তরুণদের দিকে ঝুঁকতে চলেছেন এই কোচ। - ইসএপিএন/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়