পটিয়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের পটিয়া পৌর সদরের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ভিতরে একটি পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ (২) সে মাদ্রাসার শিক্ষক মামুন বিল্লাহ’র পুত্র। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
[৩] হাসপাতাল সূএে জানা গেছে, মাদ্রাসার শিক্ষক মামুন বিল্লাহ পটিয়া জামিয়া মাদ্রাসার কোয়াটারে পরিবার নিয়ে থাকেন। খেলার ছলে শিশু মোহাম্মদ পার্শ্ববর্তী একটি পুকুরে নেমে পড়লে ডুবে তাঁর মৃত্যু হয়। পরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশুটির চাচা নজরুল ইসলাম এ কথা জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী