শাহানুজ্জামান টিটু : [২] পাবনা উপ নির্বাচনের পর বিএনপি এই দুইটি সংসদীয় আসনের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দলের স্থায়ী কমিটির ভিডিও বৈঠকে এই সিদ্ধান্ত নেন দলটির নীতিনির্ধারকরা।
[৩] বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে ১০ সেপ্টেম্বর, জমা ১১ ও ১৩ সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদেও সাক্ষাৎকার নেবে।
[৪] বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে তিনি জানান এ বিষয়ে দলীয় কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত ভাবে জানানো হবে।
[৫] জানা গেছে, এই দুই নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদেও প্রার্থীতার ক্ষেত্রে অগ্রধিকার দেয়া হবে। তবে এক্ষেত্রে যদি কেউ নির্বাচন করতে আগ্রহী না হন সেক্ষেত্রে নতুন প্রার্থী দেয়া হবে।